Date : 2021-11-27

নুসরত-যশ, জুটিতে কাশ্মীর ভ্রমণ

রিমিতা রায়, নিউজ ডেস্ক : অক্টোবরেই কাশ্মীর পাড়ি দিয়েছেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। যশের আগামী ছবির শুটিং- এর জন্যই কাশ্মীরে পাড়ি দিচ্ছেন তিনি। নুসরত ছবিতে না থাকলেও কাজের ফাঁকেই প্রেমিকের সঙ্গে অবসর কাটাতে তিনিও চলে গিয়েছেন কাশ্মীর। কাশ্মীর থেকে ছবি আপলোড করলেন দুজনেই। আলাদা আলাদা ভাবে একই ব্যাকগ্রাউণ্ডের সামনে ছবি পোস্ট করলেন তাঁরা। সঙ্গে ক্যাপশন-উইন্টার ইজ কামিং। এই একই ক্যাপশনে যেন জমে উঠেছে দুই তারকার প্রেম।

নুসরত-যশ নিয়ে বিতর্ক কম নয়। গত ২৬ অগস্ট পার্ক স্ট্রিটের একটি হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি। সেখবর সকলকে জানান স্বয়ং যশ। পুজোয় একসঙ্গে প্যান্ডেল হপিংও করেছেন দুই তারকা। সূত্রের খবর, এনা সাহার পরচালনায় তাঁরা একসঙ্গে কাজও করতে চলেছেন।