Date : 2024-04-18

দলত্যাগ রুখতে বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠকে শুভেন্দু অধিকারীর কড়া বার্তা।

সুচারু মিত্র, রিপোর্টার : দলত্যাগ রুখতে বিজেপি বিধায়কদের নিয়ে বিধানসভায় বৈঠক সুকান্ত মজুমদার,শুভেন্দু অধিকারী ,দিলীপ ঘোষেদের। ভোট পরবর্তী পর্যায়ে একের পর এক বিধায়ক চলে যাচ্ছেন শাসক দল তৃণমূল কংগ্রেসে, এবার তাই বিজেপি বিধায়কের বোঝাতে নরমে-গরমে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। দল ছাড়তে চাইলে যে কেউ ছাড়তে পারে কিন্তু আগে বিধায়ক পদ এবং দলের সদস্য পদ থেকে ইস্তফা দিতে হবে কড়া বার্তা বিরোধী দলনেতার, যিনি এই শৃঙ্খলা মানবেন না তার বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে মামলা করার সিদ্ধান্ত বিজেপির।

আজকের বৈঠকে কড়া বার্তা দিয়ে যখন একদিকে বোঝালেন শুভেন্দু অধিকারী, তখন কিছুটা সুর নরম করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর মন্তব্য দলে কেউ ফিরতে চাইলে তার সঙ্গে আমরা আলোচনা করতে পারি, একসঙ্গে লড়াই করতে হবে। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে নিয়ে এমনিতেই অস্বস্তিতে দল, বিজেপির পক্ষ থেকে শোকজ করা হলেও এখনো কোনো উত্তর আসেনি দলের কাছে, কৃষ্ণ কল্যাণী কে দ্রুত বিধায়ক পদ ছাড়ার বার্তা বিজেপি শীর্ষ নেতৃত্বের। নয়তো কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধেও মুকুল রায়ের মত দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেবে দল।