Date : 2024-04-27

স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় পর্ব

রিমিতা রায়, নিউজ ডেস্ক : দেশকে আবর্জনামুক্ত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছিলেন স্বচ্ছ ভারত মিশন। এরপর কেটে গিয়েছে ৭ বছর। এবার স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় পর্বের সূচনা করলেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালে স্বচ্ছ ভারত মিশনের শুরুতে ২০ শতাংশ আবজর্নার প্রক্রিয়াকরণ হত। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৭০ শতাংশ।এই পরিমাণকে বাড়িয়ে আগামী দিনে ১০০ শতাংশ করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এবার স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় পর্বের মূল লক্ষ্য হতে চলেছে দেশের সব শহরকে আবর্জনামুক্ত করা। শহরাঞ্চলের নিকাশি ব্যবস্থাকেও উন্নত করা হবে। প্রধানমন্ত্রী বলেন, সাফাইকর্মীরা স্বচ্ছ ভারত মিশনের প্রধান নায়ক। দূষণ রোধ করার জন্য নানা আধুনিক উপায়কে কাজে লাগানো হচ্ছে। কেবল স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় পর্ব নয়, অটল মিশন ফর রেজুবেনেশন অ্যান্ড আর্বান ট্রান্সফর্মেশনেরও দ্বিতীয় পর্বের সূচনা করলেন তিনি।