Date : 2024-04-20

তালিবান ত্রাস এখনও পুরোদমে, সাংবাদিক এখন শ্রমিক

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : আফগানিস্তানে তালিবান ত্রাস এখনও বজায় রয়েছে পুরোদমে। তার আক্রোশেই কাজ হারিয়ে প্রায় ধুঁকছেন এক সময়ের নামী সাংবাদিক। সূত্রের খবর সে দেশের এক সংবাদমাধ্যমে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন জাবিউল্লা। কিন্তু আফগান সরকারের পতন হওয়ার পরেই কাজ খোয়ান তিনি। ফলে বাধ্য হয়ে বিকল্প পেশার সন্ধান করতে থাকেন জাবিউল্লা। আফগানভূমে দিনদিন বাড়ছে তালিবান রাজ্যপাট। তার সাথে বাড়ছে জেহাদিদের ক্ষোভও। মেয়েদের শিক্ষা, সম্মান, অধিকার-সহ একাধিক বিষয়েও খড়্গহস্ত কোপ ফেলেছে তালিবানরা।

জাবিউল্লা জানিয়েছেন বহুদিন কাজ খোঁজার পরে অবশেষে একটি ইটভাটায় কাজ যোগাড় করতে পারি। সেখানেই হাড়ভাঙা পরিশ্রম করতে হয় তাঁকে। কষ্ট করে চলছে এক সময়ের সাংবাদিকের পরিবার৤ তবে জাবিউল্লা শুধু একাই নয়। এরকম আরও অনেকেই রয়েছেন যাদের ত্রাস হয়ে দাঁড়িয়েছে তালিবান। ফলে বাধ্য হয়েই সঙ্কটের মধ্যেই দিনযাপন করতে হচ্ছে আফগান নাগরিকদের।