Date : 2024-04-19

বিট্রেনে ফের করোনার দাপট

রিমিতা রায়, নিউজ ডেস্ক : ব্রিটেনে লাফিয়ে বাড়ছে করোনা। ফের দাপট দেখাচ্ছে মারণ ভাইরাস। পরিস্ংখ্যান অনুযায়ী ব্রিটেনে একদিনে করোনায় আক্রান্ত হচ্ছেন ৫২ হাজার জনেরও বেশি বাসিন্দা। গত এক সপ্তাহে দৈনিক সংক্রমণ ৪০ হাজারের ঘরে থাকলেও তা হঠাত্ একধাপে ৫০ হাজার ছাড়াল। বৃহস্পতিবার ব্রিটেনে মৃত্যু হয়েছে ১১৫ জনের। তবে এই পরিস্থিতির জন্য ব্রিটেনের প্রেসিডেন্ট বরিস জনসনকেই দায়ী করছেন চিকিত্সকরা। চিকিত্সকদের অভিযোগ, মাস্ক পরার মত কিছু করোনা বিধি ইচ্ছা করেই নাগরিকদের জন্য বাধ্যতামূলক করছে না বরিস সরকার।

ব্রিটেনে ওয়ার্ক ফ্রম হোম চালু রাখারও পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনকে। তবে এবিষয়ে কিছুই নাকি পদক্ষেপ নিচ্ছে না ব্রিটেন সরকার। তাই ইচ্ছাকৃতভাবে গাফিলতির জন্য আরও বড় বিপদ ঘনিয়ে আসার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শীতে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তাই এখন থেকে পদক্ষেপ না নিলে শীতে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে বলে মনে করছেন চিকিত্সকরা।