Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • যাঁরা বোমা ছোড়েন তাঁদের হাতে কলম ধরাতে চাই: শমীক ভট্টাচার্য।
  • রাজ্য বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য।
  • কলেজগুলিতে নির্বাচন নিয়ে রাজ্যের অবস্থান জানানোর নির্দেশ হাইকোর্টের।
  • হাওড়ায় আলমপুরে পিচ কারখানায় বিধ্বংসী আগুন।
  • হাইকোর্টের দ্বারস্থ তামান্না খাতুনের মা-বাবা। ২৩ জুন বোমার আঘাতে মৃত্যু হয় তামান্নার।
  • বারাসতে বহুজাতিক জুতো সংস্থার লিফটের নীচ থেকে দেহ উদ্ধারে চাঞ্চল্য।
  • দুটি স্কুলে কাজ করবেন একজন লাইব্রেরিয়ান। স্কুল শিক্ষা দফতরের রিপোর্টে বিতর্ক।
  • কসবাকাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব আদালতের।
  • ২১ জুলাই থেকে শুরু বাদল সংসদের অধিবেশন। চলবে ২১ অগাস্ট পর্যন্ত। 
  • দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি NMC-র। নিয়ম না মানলে অনুমোদন বাতিল, মেডিক্যাল কলেজগুলি কড়া বার্তা কেন্দ্রের।
  • বর্ধমান মেডিক্যালে মহিলা জুনিয়র ডাক্তারকে যৌন হেনস্থার অভিযোগ। ইন্টার্নের বিরুদ্ধে অভিযোগ। 
  • তিরুপতির গোবিন্দরাজু স্বামী মন্দিরের কাছে অগ্নিকাণ্ড। ভস্মীভূত একাধিক দোকান।
  • বাতিল দিল্লি-ওয়াশিংটন গামী এয়ার ইন্ডিয়ার বিমান। জ্বালানি সংগ্রহের সময় বিমানে সমস্যা দেখা দেয়।
  • উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত ৪ শিশু-সহ ৫।
  • আল-কায়দা ঘনিষ্ঠ জঙ্গিদের হাতে মালিতে অপহৃত ৩ ভারতীয়। উদ্বেগ প্রকাশ নয়াদিল্লির।
  • ভারতে ফের ব্লক একাধিক পাক তারকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তালিকায় যমুনা জায়েদি, হানিয়া আমিরের মতো তারকার নামও।
  • গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল, দাবি ট্রাম্পের।
  • তাপপ্রবাহে নাজেহাল ইউরোপ। ফ্রান্সে বন্ধ ১৯০০ স্কুল। ইটালির ১৭ শহরে সতর্কতা জারি।
  • New Date 2025-7-3
  • New Time 11:54:21 AM
স্বামীহারা পার্বতীর রেলের পয়েন্ট ওম্যান হয়ে ওঠার লড়াই

2
October 2021

স্বামীহারা পার্বতীর রেলের পয়েন্ট ওম্যান হয়ে ওঠার লড়াই

স্মৃতি বিশ্বাস : তখনও অন্ধকার কাটে না, তখনও জেলা থেকে শহরের ঘুম ভাঙে না। কিন্তু দুচোখে ঘুম না আসা পার্বতীর কর্মযুদ্ধ শুরু হয়ে যায় সেই ভোর-রাত থেকেই। পার্বতী ডোম। দক্ষিণ পূর্ব রেলের পুরুলিয়ার পয়েন্ট ওম্যান। অনেকেই ভাববেন ঘরের চৌকাঠ পেরিয়ে কাজ তো অনেক মেয়েই করে কিন্তু পার্বতীর কথাই বলছি কেন। বলছি তার কারণ মাঝবয়সি পার্বতীর কর্মজীবনের শুরুটা আর পাঁচটা মহিলার মতো নয়।

রেলের মেডিক্যাল বিভাগের কর্মী ছিলেন পার্বতীর স্বামী জগনু ডোম। ঘরে পার্বতী আর দুই সন্তান। মোটের ওপর সব ঠিকঠাক চললেও তাল কাটে স্বামীর দীর্ঘ অসুস্থতা ও মৃত্যুতে।তখন রোজগার করার কেউ নেই, বাড়িতে দুই সন্তান। সন্তানরা কী খাবে, কী পরবে চিন্তায় যেন স্বামী হারানোর শোকও প্রায় ভুলে গিয়েছিলেন পার্বতী। ভিক্ষে ও পরিচারিকার কাজ শুরু করলেও চরম আত্মসম্মান পার্বতীকে যেন কুড়ে কুড়ে খাচ্ছিল। কিছুদিন এভাবে চললেও সম্মানের সঙ্গে কিছু করার জেদ ও চেষ্টা পার্বতী ছাড়েন নি।

অবশেষে রেল থেকে এল সুযোগ। কিন্তু ডোম সমাজ থেকে বেরিয়ে পার্বতী কাজে যাচ্ছেন এটা যেন মহল্লা মেনে নিতে পারছিল না৤কিন্তু পার্বতী হাল ছাড়ার পাত্রী নন। প্রশিক্ষণ নিয়ে পার্বতী হয়ে উঠলেন পুরুলিয়া স্টেশনের কার্টন লেভেল ক্রসিং গেট ওম্যান। এই কাজ করতে পার্বতীর শুরুর দিকটা খুব ভয় করত, কিন্তু তখনই বাড়ির দায় দায়িত্ব ও সন্তানদের মানুষ করার কথা ভেবে পার্বতী নিজেকে সাহস যোগাতেন। আট ঘন্টার ডিউটিতে সময়ে কাজে যাওয়া,কর্তব্যে ভুল না করা ও অবিচল থাকার পুরস্কারও পেলেন পার্বতী। এরপর রেলের তরফে তাঁর পদোন্নতি করে তাঁকে গেট ওম্যান থেকে পয়েন্ট ওম্যান করা হয়।

শুধু তাই নয় রেলের তথ্যচিত্রেও পার্বতীর লড়াইয়ের কথা, তাঁর নিষ্টার কথা তুলে ধরা হয়েছে। এখন পার্বতী ট্রেনের শান্টিং থেকে শুরু করে ইঞ্জিন বদলান, সিগন্যালিং-এর কাজ প্রশিক্ষিত ও দক্ষ এক রেল কর্মীর মতো করে চলছেন অনায়াসে। পার্বতীর আর ভয় করে না। এমন পার্বতীদের যে ভয় করতে নেই।

ঘরকন্যার কাজ সেরে এখনও প্রতিদিন সময়মতো কাজে যান পার্বতী। তাঁর রোজগারে সংসার চলছে, মেয়েরা লেখাপড়া করে মানুষ হচ্ছে। মা দুর্গার পুজোয় পার্বতী তাঁর মেয়েদের নতুন জামা কিনে দেবেন। পার্বতী খুশি। কদিন পরেই তো দেবী দুর্গার আরাধনা করবে জগত্ সংসার। পুরুলিয়ার পয়েন্ট ওম্যান পার্বতী যেন দেবী পার্বতীরই বাস্তব রূপ।

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics