সঞ্জু সুর, রিপোর্টার : ক্রিকেটের নন্দনকাননে আপনাদের স্বাগত। স্ট্যাডিয়াম খচা খচ্ ভরা হুয়া হ্যায়। ইন্ডিয়া উইন দ্য টস এন্ড চুজ টু ব্যাট ফার্স্ট। গ্যালারিতে চিৎকার, আলো ঝলমলে রাতের মোহময়ী ইডেন যেন আবার তার প্রাণ ফিরে পেল। কোভিড যে প্রাণ, যে আবেগ কেড়ে নিয়েছিলো গত দুটো বছর। শেষবার এই ইডেনে টি-২০ ম্যাচ হয়েছিলো ২০১৮ সালের ৪ নভেম্বর। তারপরে অবশ্য ২০১৯ এর নভেম্বরে গোলাপি বলে দিনরাতের টেষ্ট দেখেছে ইডেন। কিন্তু তারপরেই বিশ্ব জুড়ে কোভিড আতঙ্ক গ্রাস করেছিলো ইডেনকেও। মাঝে একবার দক্ষিণ আফ্রিকার সাথে দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা থাকলেও ও দক্ষিণ আফ্রিকা কলকাতায় চলে আসলেও কোভিডের দ্বিতীয় ঢেউ এর আতঙ্কে সেই সিরিজ শুরুর আগেই বন্ধ হয়ে যায়। যদিও সেই সিরিজে কলকাতায় কোনো ম্যাচ না থাকলেও আশায় বুক বাঁধতে শুরু করেছিলো ক্রিকেটপ্রেমী আম বাঙালী, এবার তবে অচিরেই ইডেনে আবার আন্তর্জাতিক খেলা দেখার স্বাদ তারা পাবে। সেই স্বাদ তারা পেল, কিন্তু বছর দুই পর।
কোভিড প্রোটোকল মাথায় রাখতে গিয়ে দর্শকসংখ্যা অনেকটাই কমাতে বাধ্য হয়েছে সিএবি। তাও প্রায় ৪০ হাজারের বেশি দর্শক হাজির রবিবারের রাতের ইডেনে। মালদহের চাঁচল থেকে মেয়ে রাশমনি দাসের হাত ধরে চলে এসেছেন এক মা। তাঁর মেয়ে যে বাংলার অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দলের খেলোয়াড়। মেয়েকে উৎসাহ দেওয়ার পাশাপাশি প্রথম বার আলো ঝলমলে ইডেন দেখার জন্য এক্কেবারে ভারতীয় দলের পোষাক পরেই চলে এসেছেন তিনি। এদিকে সুদুর নেপাল থেকে এসেছেন তিন জন। তারাও দেখি ভারতীয় দলের টি-শার্ট গায়। তাদের মুখেও সেই রোহিত শর্মার নাম। রোহিত শর্মাও বিমুখ করেননি ইডেন জনতাকে। ৩১ বলে ৫৬ রান করে তিনি যখন সাজঘরের পথে ভারত তখন ১০৩/৪।