Date : 2024-04-17

বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : বাংলাদেশও করোনা সংক্রমণে বেসামাল। তবে দেশকে সংক্রমণমুক্ত করতে বদ্ধপরিকর শেখ হাসিনা প্রশাসন। আগামী দু-মাসের মধ্যে করোনার গ্রাফকে নামাতে টিকাকরণে বিশেষ জোর দেওয়া হচ্ছে। সূত্রের খবর সে দেশে টিকাকরণ চলছে জোরকদমে। তবে নতুন বছরের প্রথম মাসের মধ্যে বারো কোটি ডোজের লক্ষ্যমাত্রা নিয়েছে প্রশাসন। বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ টিকা মজুত করে রাখা আছে বলেও জানা গিয়েছে। প্রতিষেধকের একুশ কোটি ডোজ মজুত রয়েছে যা আগামী দিনে টিকাকরণের হারকে আরও এগিয়ে নিয়ে যাবে। বারো থেকে আঠারো বছর বয়সীদের টিকাকরণ শুধু বাংলাদেশেই শুরু হয়েছে। ফাইজারের টিকা পড়ুয়াদের দেওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে। অক্টোবর থেকেই সেখানে চালু হয়ে গিয়েছে স্কুল-কলেজ।

পড়ুয়াদের পাশাপাশি শিক্ষার্থীদেরও টিকাকরণ চলছে সমানতালে। সূত্রের খবর দৈনিক প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে বাংলাদেশে। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট কতটা দ্রুত হারে এগোচ্ছে টিকাকরণ।তা ছাড়া কোভিডে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত ওষুধের জোগানও বাংলাদেশে রয়েছে। সব মিলিয়ে অতিমারিকে ঠেকাতে মরিয়া চেষ্টা করে যাচ্ছে পদ্মার ওপার।