Date : 2024-04-20

পাকিস্তানকে বন্ধুত্বের হাত, যুদ্ধজাহাজ উপহার চিনের

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : একে অপরকে বন্ধু বলে বহুবার আখ্যা দিয়েছে এই দুটি দেশ। এই দুটি দেশ হল পাকিস্তান ও চিন। এবার পড়শি দেশকে অত্যাধুনিক প্রযুক্তিবিশিষ্ট যুদ্ধ জাহাজ দিল চিন। এই যুদ্ধ জাহাজটির নাম পিএনএস তুঘ্রীল। সূত্র মারফত জানা গিয়েছে চিনের শিপ বিল্ডিং কর্পোরেশন সংস্থা তৈরি করেছে এই যুদ্ধজাহাজটি। অত্যাধুনিক ক্ষমতাসম্পন্ন এই যুদ্ধ জাহাজটি স্থল ও জল ও আকাশে শত্রুপক্ষের নিশানায় আঘাত হানতে পারবে। সম্প্রতি সাংহাইয়ের একটি অনুষ্ঠানে ওই জাহাজটি পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছে। এর আগে বহুবার একে অপরের সঙ্গে সখ্যতা প্রকাশ করেছে পাকিস্তান ও চিন।

করোনার টিকা থেকে অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করা, বিভিন্ন সময়ে উঠে এসেছে ইমরান খান ও শি জিংফিংয়ের পারস্পরিক সম্পর্কের কথা। অন্যান্য দেশ যখন পাকিস্তানকে সন্ত্রাসবাদ-সহ নানা বিষয়ে তুলোধনা করেছে আন্তর্জাতিক বিশ্ব, তখন আগেও ইসলামাবাদকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে চিন। এই যুদ্ধজাহাজ দেওয়ার ফলে দুই দেশের পারস্পরিক মিত্রতা আরও গভীর সেটা আরও একবার সামনে এল।