Date : 2024-04-27

পরবর্তী নির্দেশিকার অপেক্ষা, দিল্লিতে বন্ধ স্কুল


রিমিতা রায়, নিউজ ডেস্ক : দীপাবলির বাজিতে যে বিপদ ঘনিয়ে সেই বিপদ কিছুটা হলেও কমেছে। দিল্লিতে দূষণের পরিস্থিতি আগের থেকে কমেছে কিছুটা হলেও। কিন্তু এখনই উদ্বেগ কমছে না। ক্রমাগত ফসলের অবশিষ্ট অংশ পোড়ানোর ফলে বাতাসের মান খারাপ হচ্ছে। বাইরে বের হলে চোখ ও গলা জ্বলছে স্থানীয়দের। হাসপাতালগুলিতেও রোগীর সংখ্যা বাড়ছে। দূষণের জেরে ফুসফুস ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষাক্ত বাতাস এভাবেই ক্ষতি করছে দিল্লিবাসীর। ক্ষতিগ্রস্ত হচ্ছেন দিল্লি সংলগ্ন অন্যান্য রাজ্যগুলিও। দিল্লিতে আপাতত সমস্ত নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। ১৫ বছরের পুরনো পেট্রল গাড়ি ও ১০ বছরের পুরনো ডিজেল গাড়িও বর্তমানে পথে বেরনো নিষেধ করা হয়েছে। দূষণের মাত্রা রাজধানীতে এখনও শোচনীয়। এই পরিস্থিতিতে দিল্লিতে সমস্ত স্কুল বন্ধের সিদ্ধান্ত। দিল্লির সমস্ত স্কুলগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়ালের সরকার। রবিবার দিল্লি সরকারের ডিরেক্টরেট অব এডুকেশনের তরফে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত রাজধানীর সব স্কুল বন্ধ রাখা হবে। তবে অনলাইনে ক্লাস চলবে। পুনরায় যতক্ষণ না পর্যন্ত রাজধানীর বাতাসে দূষণ না কমছে ততদিন এইভাবেই পঠনপাঠন চলবে।