Date : 2024-03-29

সংসদের সেন্ট্রাল হলে সংবিধান দিবস পালন

রিমিতা রায়, নিউজ ডেস্ক : ভারতের সংবিধান দিবস ২৬শে নভেম্বর। ‌ ভারতের সংবিধান গ্রহণের দিনটিকে স্মরণে রেখেই এই দিনটি পালন করা হয়। ২০১৫ সাল থেকে এই দিনটি পালনের ঘোষণা করা হয়। ২০১৫ সালের ১৯ নভেম্বর কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি দিয়ে ২৬শে নভেম্বর দিনটিকে ভারতের সংবিধান দিবস হিসাবে ঘোষণা করেন। প্রত্যেক বছরের মতো এবছরও গোটা দেশ জুড়ে পালন হচ্ছে সংবিধান দিবস। এবছরও সংসদের সেন্ট্রাল হলে সংবিধান দিবস পালন করা হল।উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন স্পিকার ওম বিড়লা। তবে অনুষ্ঠান বয়কট করে কংগ্রেস সহ ১৪ টি বিরোধী দল।  সংবিধান প্রণেতাদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। স্বাধীনতা সংগ্রামীদেরও শ্রদ্ধা জানান তিনি। ভারতের সংবিধানকে শ্রীমদ্ভগবত গীতা সঙ্গে তুলনা করেন লোকসভার স্পিকার। সংবিধান মেনেই এগিয়ে চলবে দেশ।

সংবিধান দেশকে একসূত্রে বেঁধে রাখে। দেশের উন্নতিতে সংবিধানের ভূমিকা গুরুত্বপূর্ণ, বলেন প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি বলেন, অনেক মানুষের পরিশ্রমে সবিধান তৈরি হয়। দেশ স্বাধীন হওয়ার পর, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের পর ২৬ নভেম্বর সংবিধান দিবস পালনের পরম্পরা তৈরি করা উচিত ছিল। কিন্তু অনেকেই এটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করেননি। । রাজনৈতিক দলগুলির নিজস্ব মতামত রয়েছে। তাদেরও দায়িত্ব সাধারণ মানুষের কাছে সংবিধানকে পৌঁছে দেওয়া। কিন্তু সেই দলগুলিই যখন নিজেদের লোকতান্ত্রিক ভূমিকা হারিয়ে ফেলে, তখন সংবিধানকেই আঘাত করা হয়, তোপ দাগেন প্রধানমন্ত্রী। সংবিধান দিবসের অনুষ্ঠানে কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কটাক্ষ করে বলেন, কিছু কিছু রাজনৈতিক দল পার্টি ফর দ্য ফ্যামিলি-তে পরিণত হয়েছে।