Date : 2024-04-25

আইপিলএলই কি পরাজয়ের মূল কারণ? কী বলছেন প্রাক্তনরা?

কুড়ি ওভারের বিশ্বকাপের মঞ্চ থেকে এবারের মতো বিদায় নিয়েছে ভারত। হারের পরে যথারীতি কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন ভারতীয় তারকা কপিল দেবের মতে আইপিএলের ফলেই ভরাডুবি হয়েছে ভারতের। তিনি আরও জানিয়েছেন দেশের টুর্নামেন্ট নাকি বিশ্বকাপ কোনটা এগিয়ে তা দলের খেলোয়াড়দেরই ঠিক করা উচিত। প্রকারান্তরে কপিল বলতে চেয়েছেন দেশের হয়ে প্রতিনিধিত্ব করাতেই মন দিক কোহলিরা। তবে আইপিএল খেলতে বাধাও দিচ্ছেন না তিনি। আইপিএল ও টি-২০ বিশ্বকাপের মধ্যে দিনের ব্যবধান থাকা উচিত ছিল বলে জানিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার। হারের গ্লানি ভুলে সামনের দিকে তাকানোর কথা বলেছেন তিনি। জানাচ্ছেন এখন থেকেই ঠিকমতো প্ল্যানিং করা উচিত। অতীত থেকে ভুলের শিক্ষা নিয়ে এখনই দল নির্বাচন-সহ সমস্ত দিকগুলি খুঁটিয়ে বিশ্লেষণ করা উচিত বলে মনে করছেন কপিল দেব।

পরপর দুই ম্যাচে হেরে বাকি দুই ম্যাচে দুরন্ত ভাবে জেতে ভারত। তবে আসল হিসেব-নিকেশ প্রথম দুই ম্যাচেই হয়ে গিয়েছিল বলে মনে করছেন তামাম ক্রিকেট বিশেষজ্ঞ। এরপরে ঘরের মাঠে নিউজিল্যান্ড থেকে দলের ব্যাটন ধরছেন রাহুল দ্রাবিড়। সেখান থেকে আগামী ম্যাচে কতটা ঘুরে দাঁড়ানো যাবে তা বলে দেবে আগামী দিনের সিরিজ। সুতরাং প্রস্তুতি হোক এখন থেকেই।