Date : 2024-04-25

ওমিক্রন রুখতে মর্ডানার টিকা?

রিমিতা রায়, নিউজ ডেস্ক : ওমিক্রন আতঙ্কে বাড়ছে উদ্বেগ। এখনও পর্যন্ত ১২ টি দেশে ওমিক্রনের খোঁজ মিলেছে।বিশেষজ্ঞরা বলছেন, জোড়া টিকা নেওয়া ব্যক্তি যদি করোনার ডেল্টা রূপে সংক্রমিত হন, তা হলে তাঁর মৃত্যুর আশঙ্কা ৯ ভাগের এক ভাগ। জোড়া টিকা নেওয়া ব্যক্তিদের তুলনায় টিকা না নেওয়া ব্যক্তিদের সংক্রমিত হওয়ার আশঙ্কা তিন গুণ বেশি। এখন প্রশ্ন উঠছে ওমিক্রনেও কি কার্যকরী এই টিকা ? প্রশ্ন উঠছে, এই নতুন ভ্যারিয়েন্টকে কি আদৌ রুখতে পারবে এখনকার ভ্যাকসিনগুলি? ডেল্টার থেকে অনেকটাই আলাদা ওমিক্রন। তথ্য অনুযায়ী, স্পাইক প্রোটিনে অনেকগুলি মিউটেশন হয়েছে।

করোনার ভ্যারিয়েন্টগুলির মধ্য সবথেকে দ্রুত ছড়িয়ে পড়তে পারে ওমিক্রন। তবে এখনও অবধি ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ওমিক্রনের কারণে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়লে স্বাস্থ্য পরিকাঠামোর উপর চাপ তৈরি হতে পারে, এমনই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।তাই টিকা প্রস্তুতকারক সংস্থাগুলির চিন্তা বাড়ছে। ওমিক্রন রুখতে ইতিমধ্যে উদ্যোগী হয়েছে মার্কিন ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা মডার্না। সব ঠিক থাকলে আগামী বছরেই ওমিক্রনকে কাবু করতে পারে এমন টিকা বাজারে আসতে চলেছে।এমনটাই জানিয়েছেন সংস্থার চিফ মেডিকেল অফিসার পল বারটন। তেব শুধু মর্ডানাই নয়, জার্মান বায়োটেক সংস্থা বায়োএনটেক ইতিমধ্যেই ফাইজারের সঙ্গে হাত মিলিয়ে ওমিক্রন সংক্রান্ত কাজ শুরু করে দিয়েছে। যার ফল খুব শীঘ্রই মিলতে পারে। যা কার্যকর হতে পারে ১০০ দিনের মধ্যই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়লে, পরিস্থিতি বিপজ্জনক হতে পারে। যা উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে।