Date : 2021-11-27

মা হলেন প্রীতি জিন্টা

প্রীতি জিন্টা এবং জেনে গুডএনাফকে অভিনন্দন। যমজ সন্তানের মা হলেন প্রীতি। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন সেকথা। ৪৬ বছরে পা দিয়েছেন অভিনেত্রী। সারোগেসির মাধ্যেই যমজ সন্তানের মা হয়েছেন তিনি। স্বামী গুডএনাফের সঙ্গে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় প্রীতি লিখেছেন, আপনাদের সঙ্গে একটি সুখবর ভাগ করে নিতে চাই। জেনে এবং আমার মত আজ আনন্দে ভরে গিয়েছে। একজনের নাম জয় এবং অন্যজন জিয়া। আমাদের জীবনের এই অধ্যায়কে আমরা উপভোগ করছি। চিকিত্সক, নার্স সকলকে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। সিনেমায় বহুদিন দেখা মেলেনি তাঁর। বহুদিন ধরেই সম্পর্কে জেনে গুডএনাফের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। অবশেষে ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারিতে মার্কিন নাগরিক জেনে গুডএনাফকে বিয়ে করেন প্রীতি। তারপরই দেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান প্রীতি।