Date : 2024-03-29

‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ শীঘ্রই বড়পর্দায়

রিমিতা রায়, নিউজ ডেস্ক : নতুন বছরেই আসছে কাকাবাবু। প্রকাশ্যে এল ছবি মুক্তির তারিখ। বড়পর্দায় ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ –এর অপেক্ষায় দর্শকরা।৪ ঠা ফেব্রুয়ারিতেই সিনেমা হলে দেখা যাবে কাকাবাবু ও সন্তুর নতুন গল্প। মুক্তির অপেক্ষায় সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবি। কাকাবাবুর চরিত্রে এর আগে প্রসেনজিত্ চট্টোপাধ্যায়কে দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। এবারও তাই কাকাবাবু প্রত্যাবর্তনে বুম্বাদাকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় অনুরাগীরা। বলাই যায় প্রসেনজিৎকে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা।মরুভূমি, পাহাড় পেরিয়ে এ বার জঙ্গলের রহস্যভেদ করবেন কাকাবাবু। সঙ্গী সন্তু আরিয়ান ভৌমিক। সন্তুর ভূমিকায় আরিয়ানও দর্শকের প্রিয়। জল্পনা চলছিল চলতি বছরের বড়দিনেই মুক্তি পেতে পারে ছবিটি। তবে তা হয়নি। ছবি মুক্তির তারিখ পিছিয়ে আগামী বছর ধার্য করেছে এসভিএফ। নতুন বছরে মুক্তি পেতে চলেছে সৃজিত্ মুখোপাধ্যায়ের ছবিটি। আপাতত সৃজিত ব্যস্ত শেরদিলের শুটিং নিয়ে। ছবিতে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠী।

উত্তরবঙ্গে চলছে ছবির শুটিং।২০১৯ সালেই ছবির ঘোষণা হয়ে গিয়েছিল। শেরদিল প্রযোজনা সংস্থার প্রথম ছবি। আপাতত উত্তরবঙ্গে টলছে হিন্দি ছবি শেরদিল এর কাজ। শেরদিল নিয়ে এখন ভীষণই ব্যস্ত সৃজিত, পঙ্কজ, ছবির আরও দুই গুরুত্বপূর্ণ অভিনেতা নীরজ কবি, সায়নী গুপ্ত। অন্যদিকে কাকাবাবু প্রত্যবর্তনের শ্যুটিং হয়েছে আফ্রিকায়। লকডাউন শুরু হওয়ার ঠিক আগেই আফ্রিকায় ছবির শুটিং করতে গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, অনির্বাণ চক্রবর্তী। গত বছরই মুক্তি পেয়েছিল ছবির ট্রেলর। লকডাউন শুরু হতেই মাথায় হাত পড়ে গোটা টিমের। ফিরে আসতে হয় সদস্যদের। পরে কলকাতাতেই পোস্ট প্রোডাকশনের কাজ হয়। মেয়েকেই ছবিটি উপহার দিচ্ছেন পরিচালক সৃজিত্ মুখোপাধ্যায়। ২০১৩ সালে মিশর রহস্য এবং ২০১৭ সালে ইয়েতি অভিযানের সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস জঙ্গলের মধ্যে এক হোটেল নিয়ে তৈরি হয়েছে ছবিটি।