Date : 2024-04-24

ডিসেম্বরে ভারত সফরে আসছেন ভ্লাদিমির পুতিন

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : চলতি বছরের শেষ মাসেই ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্রের খবর ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ভারতে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের বার্ষিক সামিটের বৈঠকে তাঁরা মুখোমুখি হবেন বলে জানা গিয়েছে। একদিনের সফরে তিনি ভারতে আসতে চলেছেন বলে জানা গিয়েছে। এই সফরে বেশকিছু চুক্তি স্বাক্ষর হতে পারে দুই দেশের মধ্যে। ভারত সফরে তিনি বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। প্রতিরক্ষাবহরকে আরও মজবুত করতে রাশিয়া থেকে যুদ্ধাস্ত্র কিনছে ভারত। রাশিয়া থেকে যুদ্ধবিমান এস-৪০০ কিনতে পারে ভারত। এই প্রসঙ্গে দু-পক্ষের বৈঠক হবে বলে জানা গিয়েছে।

করোনার জেরে বহু আন্তর্জাতিক নেতা তাঁদের বিদেশ সফরে যেতে পারেন নি। সূত্রের খবর রুশ প্রেসিডেন্টের এটি চলতি বছরে দ্বিতীয় বিদেশ সফর হবে। দু-হাজার একুশে প্রথম বিদেশ সফরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন। করোনার জেরে ইতালিতে জি-২০ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন তিনি। সব মিলিয়ে কোভিড অতিমারিতে এই সফর তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই কথা বলা বাহুল্য।