Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করল হাইকোর্ট। কুণাল ঘোষ-সহ বাকি ৭ জনের বিরুদ্ধেও রুল জারি করেছে আদালত।
  • ইউক্রেনের উপরে হামলা বাড়াল রাশিয়া। গত ২৪ ঘণ্টায় রাশিয়ার ২৭৩টি ড্রোন আছড়ে পড়েছে ইউক্রেনে। পাল্টা প্রত্যাঘাতে ৭৫টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।
  • প্রস্টেট ক্যানসারে আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০২১ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্টের কুর্সিতে বসেছিলেন বাইডেন।
  • জ্যোতির পর নজরে বাংলার ব্লগার সৌমিত ভট্টাচার্য। তিনি কাশ্মীরের দুধপাথরিতে জ্যোতির সঙ্গী ছিলেন। কলকাতায় জ্যোতিকে সঙ্গ দিয়েছিলেন সৌমিত।
  • ‘সন্ত্রাসবাদীদের বোন’ মন্তব্য। মন্ত্রী বিজয় শাহ-র আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। গৃহীত হলো না মন্ত্রীর ক্ষমা প্রার্থনাও। তদন্ত অব্যাহত রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের।
  • ‘আন্দোলনকে আমি সমর্থন করি। যাঁরা উস্কানি দিচ্ছেন, তাঁরাই  মামলাটা করেছিলেন ওঁদের বিরুদ্ধে। চাকরিহারা শিক্ষকদের প্রতি আমার সিমপ্যাথি ছিল, থাকবে।’ মমতা বন্দ্যোপাধ্যায়।
  • গ্রেফতার ইউকো ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান সুবোধ কুমার গোয়েল। ব্যাঙ্ক ফ্রড মামলায় তাঁকে দিল্লি থেকে গ্রেফতার করেছে ইডি।
  • ‘গণতান্ত্রিক দেশে আন্দোলন করার অধিকার সবার আছে। আমার অনুরোধ আন্দোলন কখনও হিংসাত্মক যেন হয় না।’ চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে বার্তা অভিষেকের।
  • মোদী সরকারের সর্বদলীয় প্রতিনিধি দল থেকে প্রত্যাহার ইউসুফের নাম। ‘কেন্দ্র ঠিক করতে পারে না কাকে প্রতিনিধি করবে তৃণমূল। বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করা উচিত ছিল’। মত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
  • অজ্ঞাত পরিচয় ব্যক্তির গুলিতে খতম লস্কর-ই-তৈবার কুখ্যাত জঙ্গি আবু সাইফুল্লাহ। রাজাউল্লাহ নিজামনি নামেও পরিচিত ছিল সে।
  • সোপিয়ানে গ্রেফতার জঙ্গিদের দুই সঙ্গী। সোপিয়ানের ডিকে পোরা এলাকায় সেনা ও CRPF-এর যৌথ অভিযানে গ্রেফতার। ধৃতদের থেকে উদ্ধার ২টি পিস্তল, ৪টি গ্রেনেড, ৪৩ রাউন্ড গুলি। 
  • টিটাগড়ে আবাসনের মধ্যে বিস্ফোরণ। ওই আবাসনের বাসিন্দা টিটাগড় পুরসভার কাউন্সিলর।
  • মুম্বই-গোয়া হাইওয়ে থেকে নদীতে পড়ল গাড়ি। মৃত্যু ৫ আরোহীর। গুরুতর জখম গাড়ির চালক। মুম্বই থেকে দেবরুখ যাচ্ছিল গাড়িটি।
  • আজ ৩ দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রথম দিন সিনার্জি বৈঠকে যোগ দেবেন তিনি। ২০ মে উপভোক্তাদের পরিষেবা প্রদান কর্মসূচি। ২১ মে প্রশাসনিক বৈঠক। ২২ মে কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে মামলা। ১৭ জনকে বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ। হাজিরা এড়ালে গ্রেফতারির হুঁশিয়ারি। ২১ মে হাজিরার নির্দেশ।
  • New Date  
  • New Time  
বুস্টার ডোজের পরামর্শ

14
December 2021

বুস্টার ডোজের পরামর্শ

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : করোনার নয়া রূপ ওমিক্রনে প্রথম মৃত্যু হল ব্রিটেনে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘‘এই দেশে অন্তত একজনের মৃত্য হয়েছে, যিনি ওমিক্রনে আক্রান্ত ছিলেন।’’ একই সঙ্গে তিনি বলেছেন, দ্রুত মিউটেশনের ফলে ঢেউয়ের মতো আছড়ে পড়তে পারে ওমিক্রনের তরঙ্গ। এর জন্য সচেতন থাকা জরুরি।তবে, ওমিক্রনে মৃত ব্যক্তি সম্পর্কে এর বেশি তথ্য দেননি বরিস। ২৭ নভেম্বর সে দেশে প্রথম ওমিক্রন আক্রান্ত চিহ্নিত হওয়ার পর নানা বিধি নিষেধ জারি করা হয়। প্রধানমন্ত্রী দেশবাসীকে বুস্টার টিকা নেওয়ার পরামর্শ দেন। স্বাস্থ্য সচিব, সাজিদ জাভেদ বলেন, ‘‘করোনার ওমিক্রন রূপ দেশে দ্রুত ছাডি়য়ে পড়ছে। আক্রান্তের ৪০ শতাংশ ওমিক্রনে সংক্রমিত।’’প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, “ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন।

দুঃখের খবর, তাঁদের মধ্যে কমপক্ষে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে।” আরও জানিয়েছেন, লন্ডনে মোট করোনা আক্রান্তদের মধ্যে ৪০ শতাংশের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। তবে প্রধানমন্ত্রী জনসন জানিয়েছেন, ডিসেম্বর মাসের মধ্যে ইংল্যান্ডের সব প্রাপ্ত বয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার কাজ শেষ হবে।প্রসঙ্গত, সম্প্রতি আমেরিকা ও অস্ট্রেলিয়াতেও হানা দিয়েছে ওমিক্রন। এইসঙ্গে ভারতে বেড়েই চলেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। ভারতে এখনও পর্যন্ত ৩৮ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। এদিকে যে দেশে প্রথম ওমিক্রনের খোঁজ মিলেছে মনে করা হচ্ছে, সেই দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়ার পরেও মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজই এই খবর জানা গিয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, মহামারী আক্রান্ত অর্থনীতির এই পরিস্থিতি সামলে উঠতে সময় লাগবে সমস্ত দেশের। এদিকে এক সতর্কবার্তায় হু জানিয়েছে, ওমিক্রন কতটা সংক্রামক, কতটা ঘাতক এবং এর বিরুদ্ধে ওষুধ বা ভ্যাকসিন কতটা কার্যকর, এসব প্রশ্নের উত্তর পেতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে। তাই আপাতত সংক্রমণ রুখতে সমস্ত রকম পদক্ষেপ করা জরুরি। এর মধ্যেই ঘটে গেল অঘটন!

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital