Date : 2024-04-24

বিমান দুর্ঘটনায় মৃত্যু সিডিএস বিপিন রাওয়াতের

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : বুধবার ৮ই ডিসেম্বর ভারতীয় সেনা তথা দেশের কাছে একটা কালো দিন হিসেবে থেকে যাবে। তামিলনাড়ুর কুন্নুরের নীলগিরিতে বুধবার বেলা বারোটা চল্লিশ নাগাদ ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল ভারতীয় সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের। মৃত্যু হয়েছে তাঁর স্ত্রীর মধুলিকা রাওয়াতেরও। ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিমানে থাকা মোট ১৩ জন সদস্যের। ঠিক কী হয়েছিল। সূত্রের খবর সুলুর থেকে ওয়েলিংটন থেকে যাচ্ছিল বিমানটি। ওই পথে নীলগিরির একটি চা বাগানে ভেঙে পড়ে সেটি। ভেঙে পড়ার মুহুর্তেই আগুন ধরে যায় তাতে। প্রথমে চারজনের মৃত্যু হয়েছে। তবে পরেও জানা যায় বিমানে থাকা ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। কপ্টার দুর্ঘটনা প্রাণ কেড়ে নিয়েছে তাঁর স্ত্রীরও। একমাত্র জীবিত অবস্থায় ক্যাপ্টেন বরুণ সিংকে উদ্ধার করা হয়। সূত্রের মারফত পাওয়া খবর অনুযায়ী হাসতাপালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। এম আই ১৭ কপ্টারে আগুন ধরে যাওয়ার পরে যাত্রীদের অধিকাংশই অগ্নিদদ্ধ হন।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রবল উদ্বেগ দেখা দেয় দিল্লিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তড়িঘড়ি ক্যাবিনেট বৈঠক ডাকেন। স্থির হয় অকুস্থলে যাবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বুধবার সন্ধের দিকে ভারতীয় বায়ুসেনা জানায় বিপিন রাওয়াতের মৃত্যুর খবর। এই দুর্ঘটনায় শোকবার্তা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, পাশাপাশি শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি শোকপ্রকাশ করেছেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধীও। কীভাবে ঘটল এতবড় দুর্ঘটনা। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন খারাপ আবহাওয়ার জন্যই এই দুর্ঘটনা।দেশের সাতাশতম সেনা প্রধান ছিলেন তিনি।তিনিই দেশের মধ্যে প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ ছিলেন। পাকিস্তান, মায়ানমারের বিরুদ্ধে যুদ্ধে ভারতীয় সেনাকে নেতৃত্ব দিয়েছিলেন। পেয়েছিলেন উত্তম-সহ ব্হু বিশিষ্ট পুরস্কার৤ তাঁর মৃত্যুতে ভারতীয় সেনায় এক অপূরণীয় শূন্যতা তৈরি হল।