পৌষালী সেনগুপ্ত , নিউজ ডেস্কঃ ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি ইন্দোনেশিয়া। সেখানকার সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ছোবলে মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের। আহত বহু। সব মিলিয়ে আতঙ্কের আবহ তৈরি হয়েছে ওই এলাকায়। দ্রুত উদ্ধারকাজে নামে ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা বিভাগ ।
শনিবার দুপুর থেকেই ফের জেগে ওঠে জাভা দ্বীপের দীর্ঘতম আগ্নেয়গিরি সেমেরু। আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখে ভয়ে পালাতে থাকেন সাধারণ মানুষ। শুরু হয় আতঙ্কের প্রহর। লাগাতার ছাই ও আগুনের দলা পাকানো মেঘ নির্গত হতে থাকে জ্বালামুখ থেকে। আকাশ জুড়ে দিগন্তবিস্তারী ভয়াবহ ছাইয়ের ঘন মেঘ! বিপদের আঁচ বুঝে তড়িঘড়ি নিকটবর্তী পূর্ব জাভা প্রদেশের গ্রামগুলির বাসিন্দারা এলাকা ছাড়তে শুরু করে দেন।উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা প্রায় ১৩০টি। গত জানুয়ারিতেও সেমেরু আগ্নেয়গিরিটি থেকে অগ্ন্যুৎপাত হয়েছিল। কিন্তু সেবার কোনও হতাহতের ঘটনা ঘটেনি।উপদ্রুত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৯০২ জনকে। আহতদের মধ্যে অন্তত ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সব মিলিয়ে ৪১ জন আগুনে পুড়ে কমবেশি জখম হয়েছে বলে জানা গিয়েছে।“রিং অব ফায়ার’ তথা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলার অন্তর্ভুক্ত ইন্দোনেশিয়ায় শতাধিক আগ্নেয়গিরি জীবন্ত। ভূমিকম্পপ্রবণ এই এলাকায় অগ্ন্যুৎপাত খুব বিরল নয়। তেমনই এক ভয়ানক অগ্ন্যুপাতে বিপর্যস্ত হল জনজীবন।