Date : 2024-04-28

চোখের জলে শেষ বিদায় জেনারেলকে

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : গোটা দেশবাসী চোখের জলে বিদায় জানাল ভারতের প্রথম সিডিএস বিপিন রাওয়াতকে। এমন মর্মান্তিক আকাশপথে মৃত্যু আগেও হয়েছে ভারতে। তবে সস্ত্রীক ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফের মৃত্যু আগে দেখেনি দেশ। বুধবার, ৮ই ডিসেম্বর কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের। তামিলনাড়ুর কুন্নুরের নীলগিরির চা-বাগানে দুর্ঘটনার কবলে পড়ে এম আই ১৭ চপার। দুর্ঘটনার পরে দাউদাউ করে আগুন ধরে যায় ওই কপ্টারে। প্রথমে গুরুতর অসুস্থ বলে জানানো হয় বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতকে। মৃত্যু হয়েছিল রাওয়াত দম্পতি-সহ মোট ১৩ জন সেনার। পরে জানানো হয় মৃত্যু হয়েছে সস্ত্রীক ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফের। শুক্রবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হল রাওয়াত দম্পতির। শেষবারের মতো বিদায় জানাতে উপস্থিত ছিলেন প্রায় ৮০০ ভারতীয় সেনা। ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ বহু বিশিষ্টজনেরা। বৃহস্পতিবার পালাম বিমানবন্দরে তাঁকে শেষ বিদায় জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব।

সেখান থেকে তাঁদের মরদেহ নিয়ে আসা হয় তাঁর কামরাজ মার্গের বাসভবনে। সেখানে তাঁকে শেষশ্রদ্ধা জানাতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি-সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা। শুক্রবার সকাল থেকেই তাঁর অন্ত্যেষ্টির তোড়জোড় শুরু হয়ে যায়। ব্রার শ্মশানে শেষকৃত্য হওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারেরে পক্ষে। সেইমতো দুপুর আড়াইটে নাগাদ শ্মশানের দিকে বের হয় রাওয়াত দম্পতির কফিনবন্দি দেহ। শেষযাত্রায় তাঁকে শ্রদ্ধা জানাতে ছিল প্রায় ৮০০ ভারতীয় সেনা। ছিলেন সেনার উচ্চ-পদস্থ কর্তারা। তাঁদের নিথর দেহ মালা দিয়ে সাজানো ছিল। চোখের জলে শেষ শ্রদ্ধা জানাতে রাজপথে ছিলেন বহু মানুষ। ধীরে ধীরে গাড়ি এগোতে থাকে শ্মশানের দিকে। বিকেল সাড়ে চারটের সময় শেষকৃত্য সম্পন্ন হয় রাওয়াত দম্পতির। ১৭ বার তোপধ্বনি হয় নিয়ম মেনে। চন্দন কাঠে সাজানো ছিল চিতা। একই চিতায় পাশাপাশি শায়িত করা হয় রাওয়াত দম্পতিকে। আগুনের মধ্যে ধীরে ধীরে মিলিয়ে গেল রাওয়াত দম্পতির নশ্বর দেহ। পড়ে রইল অজস্র স্মৃতি।