Date : 2024-04-20

নাগাল্যান্ডে গুলিবৃষ্টিতে নিহত বহু গ্রামবাসী

তথাগত চ্যাটার্জি , নিউজ ডেস্কঃ নাগাল্যান্ডে রক্তারক্তি কাণ্ড। সন্ত্রাসবাদী ভেবে পুলিশের গুলিতে মৃত্যু হল ১৩ জন গ্রামবাসীর। জানা গিয়েছে নাগাল্যান্ডের ওটিং গ্রামে পিক আপ ভ্যানে করে গ্রামে ফিরছিলেন কয়েকজন বাসিন্দা। সেই সময় নিরাপত্তারক্ষীরা গুলি চালাতে থাকে। তাদের সন্ত্রাসবাদী প্রথমে ভেবেছিল পুলিশ। পরে আসল ঘটনা জানা যায়।

এই ঘটনায় যে ভিডিও এসেছে তাতে দেখা গিয়েছে দাউদাউ করে আগুন জলছে গাড়িতে। সেইসঙ্গে ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক। এই ঘটনার পরেই দুঃখপ্রকাশ করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। তিনি জানিয়েছেন গোটা ঘটনা দুর্ভাগ্যজনক। এছাড়াও অসম রাইফেলসের তরফ থেকেও দুঃখপ্রকাশ করা হয়েছে। এই ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়েছে ওটিং জুড়ে। সাধারণ মানুষের মধ্যে যাতে হিংসা ছড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট ব্যবস্থা। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে এস এম এস পরিষেবাও। জানা গিয়েছে এই ঘটনায় এক পুলিশকর্মীও মারা গিয়েছেন। তবে যে-হেতু ওটিং জেলাতেই এই ঘটনা ঘটেছে ফলে শুধু ওই জেলাতেই বন্ধ রাখা হয়েছে নেট পরিষেবা। তবে এই ঘটনার আঁচ ছড়িয়েছে গোটা রাজ্যে। এই ঘটনার শোকপ্রকাশ করেছেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। এছাড়াও টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। মৃতদের পরিবারকে সান্তনা দিয়েছেন তিনি। এছাড়াও যার জখম হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী।