Date : 2024-04-20

ভারতে ওমিক্রনের হানা

রিমিতা রায়, নিউজ ডেস্ক : শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল। এদেশেও করোনার নতুন রূপের হানা।ভারতে ঢুকে পড়ল করোনা ভাইরাসের নতুন রূপ ওমিক্রন। এতেই আতঙ্ক ছড়িয়েছে দেশে। ভাইরাস রুখতে একাধিক কড়াকড়ি মানা হয়েছিল। নতুন গাইডলাইন প্রকাশ করেছিল কেন্দ্র। অন্যান্য দেশ থেকে আসা যাত্রীদের জন্য বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল। ওমিক্রন রুখতে বুস্টার ডোজ দেওয়া হবে কিনা তা নিয়ে আলোচনায় বসেছিল নীতি আয়োগ। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। কর্নাটকে দু’জনের দেহে করোনার নয়া রূপের হদিশ মিলেছে বলে বৃহস্পতিবার জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে এক জন পুরুষ এবং এক জন মহিলা। জেনোম সিকোয়েন্সে দুজনের শরীরে মিলেছে ওমিক্রনের খোঁজ। আক্রান্তদের বয়স যথাক্রমে ৬৬ এবং ৪৬ বলে জানিয়েছে মন্ত্রক। আক্রান্তদের সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের খোঁজ করা হচ্ছে বলে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর। গোটা বিশ্বে এখনও পর্যন্ত ৩৭৩ জন কোভিডের এই নতুন রূপে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব লভ আগরওয়াল সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, ওমিক্রনে আক্রান্ত ২জন দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন। আক্রান্তের দুজনের উপসর্গ মৃদু, ততটা জোরদার নয়। তাই এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই। আক্রান্তদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি জানিয়েছেন, ওমিক্রনের হদিশ পেতে দেশে মোট ৩৭ টি ল্যাবকে পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। ভয় না পেয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য সচিব। কিছুদিন আগেই বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছিলেন এখনই বুস্টার ডোজের প্রয়োজন নেই। সকলের করোনা টিকার ডবল ডোজের উপরই জোর দেওয়া হচ্ছে।যদিও বিশেষজ্ঞদের মতে ওমিক্রণ নিয়ে এখনও গবেষণা চলছে। ওমিক্রণ রুখতে কি করা প্রয়োজন সেই তথ্য এখনও অজানা। শুধু ভারত নয় করোনার এই নতুন রূপকে নিয়ে ইতিমধ্যেই বিশ্ব জুড়েই উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ অনেক দেশ সীমান্ত বন্ধ করে দেওয়া শুরু করেছে।