Date : 2024-04-27

ব্রিটেন ফেরত কোভিড পজিটিভ তরুণীকে ঘিরে আতঙ্ক

ওয়েব ডেস্ক : কলকাতাতেও কি ঢুকে পড়ল করোনার নতুন স্ট্রেন ওমিক্রন…. চিন্তা বাড়ল গোটা রাজ্যবাসীর। শুক্রবার সকালে কলকাতা বিমান বন্দরে নামলেন ব্রিটেন ফেরত এক তরুণী। যানা যাচ্ছে তার বয়স ১৮ বছর। নামা মাত্রই তার করোনা পরীক্ষা করা হল। রিপোর্ট পজেটিভ আসে। রিপোর্ট আসা মাত্রই কপালে চিন্তার ভাঁজ গোটা শহরের। তরুণীকে পাঠানো হয় বেলেঘাটা আইডিতে। ওখানেই তার চিকিৎসা হবে বলে খবর পাওয়া যাচ্ছে। তার করোনা পরীক্ষার রিপোর্ট আর এন এ পরীক্ষা হবে কলকাতার ট্রপিকাল মেডিসিনে। তারপর সেটি জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হবে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বিষয়টি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে কলকাতায়। পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে তা নিয়ে আজ বৈঠক স্বাস্থ মন্ত্রকের। এই ঘটনার পাশাপাশি দেশে একদিনে অনেকটাই বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। গতকালের থেকে আজ মৃতের সংখ্যা প্রায় চার গুণ। তবে অপর দিকে মিলছে ভালো খবর। একে একে সুস্থ হয়ে উঠছেন ওমিক্রন আক্রান্তরা। মহারাষ্ট্রের প্রথম ওমিক্রন আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে গেছেন এবং বৃহস্পতিবার রাতে রাজস্থানের সাত জন ওমিক্রন আক্রান্তের রিপোর্ট নেগেটিভ এসেছে।