রিমিতা রায় , নিউজ ডেস্কঃ চুলের সমস্যার কি নাজেহাল হেয় যাচ্ছেন?চুল কি পাতলা হয়ে গিয়েছে? এই সমস্যার অন্যতম সেরা ওষুধ পেঁয়াজের রস। চুল পড়া বেশ একটি গুরুতর সমস্যা। বংশগতি, হরমোনের পরিবর্তন, মানসিক চাপ, অযত্ন, পুষ্টির ঘাটতি ইত্যাদি কারণে এই সমস্যা হয়। গবেষণা বলছে, পেঁয়াজের রসে আছে এমন উপাদান, যা চুল বাড়াতে সাহায্য করে। এ ছাড়াও, পেঁয়াজের রসের অন্য অনেক গুণ আছে। এখন প্রশ্ন কি কি গুণ রয়েছে পেঁয়াজে? পেঁয়াজের রস লাগালে চুল পেকে যাওয়ার আশঙ্কা কমে যায়। এতে রয়েছে এক ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট, যা চুলের গোড়ায় হাইড্রোজেন পার অক্সাইডের মাত্রা কমায়। এর ফলে চুল পেকে যায় কম।
শীতকালে খুশকির সমস্যা বাড়ে।মাথায় খুশকি থাকলে চুল পড়তে শুরু করে।পেঁয়াজের রসে রয়েছে এমন উপাদান, যা মাথার কোনও ধরনের ত্বকের সংক্রমণকেও প্রতিহত করতে পারে। খুশকির সমস্যায় পেঁয়াজের টোটকা কাজে লাগানো যায়। কীভাবে পেঁয়াজের রস ব্যবহার করা যাবে? পেঁয়াজ ছেঁচে রস বার করতে হবে। তিন চা চামচ পেঁয়াজের রসের সঙ্গে দুই চা চামচ লেবুর রস মিশিয়ে নিতে হবে। চুল ও মাথার তালুতে ভাল করে মাখিয়ে রাখতে হবে সেই মিশ্রণ। আবার দুই টেবল চামচ অ্যালোভেরা জেল, তিন টেবল চামচ পেঁয়াজের রসে মিশিয়ে মাথার ত্বকে ভাল করে মাখিয়ে রাখলেও উপকার পাওয়া যায়। সেক্ষেত্রে ১০ মিনিট রেখে ধুয়ে নিতে হবে।পেঁয়াজের মধ্যে রয়েছে ডায়াটারি সালফার। এটি চুল পুনরায় গজতে সাহায্য করে। সালফার হলো খুব প্রচলিত একটি মিনারেল।পেঁয়াজের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এটি স্যাারল্পের সংক্রমণের সঙ্গে লড়াই করে। কখনো কখনো স্ক্যাল্পের সংক্রমণের কারণে চুল পড়ে।অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে ক্ষতিকর ফ্রি র্যােডিকেল দূর করতে সহায়তা করে। বলাই যায় চুলের যত্নে পেঁয়াজ বহু ক্ষেত্রে উপকারি।