Date : 2024-04-25

আলিপুর থানায় বসল সোলার প্যানেল

সঞ্জনা লাহিড়ী, রিপোর্টার: বিদ্যুতের বিল কমাতে নয়া পদক্ষেপ আলিপুর থানার। থানার ছাদে বসল ১০ টি সোলার প্যানেল।কলকাতা পুলিশের ইতিহাসে এই প্রথম কোনও থানায় বসল সোলার প্যানেল। পরীক্ষামূলক ভাবে সোলার প্যানেল বসালো আলিপুর থানা। সফল হলে আগামী দিনে অন্যান্য থানাতেও সৌর প্যানেল বসানোর ভাবনা বলে পুলিশ সূত্রে জানা গেছে। মোট ১০ টি প্যানেল বসানো হয়েছে থানার ছাদে।

প্রায় দশ দিন ধরে সৌর শক্তিতেই দিনের বেলা থানার বিদ্যুৎ পরিষেবা চালানো হচ্ছে বলে জানা গেছে। রাতে ব্যবহার হচ্ছে সিইএসসির বিদ্যুৎ। থানার তহবিল থেকে খরচ করে বসানো হয়েছে প্যানেলগুলি। এতোদিন থানায় বিদ্যুতের বিল আসছিল প্রতি মাসে প্রায় দু’লক্ষ টাকা। আগামীদিনে এই বিলের পরিমাণ খানিকটা কমতে পারে বলে আশাবাদী পুলিশকর্মীরা। অতীতেও দেখা গেছে আলিপুর থানা একের পর এক নজিরবিহীন কাজ করে তাক লাগিয়েছে। চলতি বছরে দেখা গেছে ই-মালখানা তৈরি করে নজর কেড়েছিল আলিপুর থানা। এবার সোলার প্যানেল থানায় বসিয়ে নতুন নজির গড়ল সাউথ ডিভিশনের আলিপুর থানা।