Date : 2024-05-03

স্কুলে ঢুকে এলোপাথা়ড়ি গুলি ছাত্রের, মৃত একাধিক

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : একেবারে স্কুলে ঢুকে তাণ্ডব। একের পর এক গুলি। রক্তে ভেসে গেল চারদিক। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অকল্যান্ড কাউন্টির একটি স্কুলে। জানা গিয়েছে ওই স্কুলে আগ্নেয়াস্ত্র হাতে চড়াও হয় স্কুলেরই এক পড়ুয়া। এরপরেই এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সে। এই মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। মৃতদের মধ্যে রয়েছে দুই কিশোরী ও একজন কিশোর রয়েছে। তাদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানা গিয়েছে। গুলি চালানোর পরে যদিও পুলিশের কাছে আত্মসমর্পণ করে আততায়ী। এই কাণ্ডে আহতের সংখ্যা প্রায় আটজন।

তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন শিক্ষক রয়েছেন বলেও জানা গিয়েছে। জখমদের দু-জনের অস্ত্রোপচার করা হয়। বাকিরা বিপন্মুক্ত বলে সূত্র মারফত জানা গিয়েছে। এই ঘটনায় কিছু ধোঁয়াশা দেখা দিয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে আততায়ী ওই প়ড়ুয়াকে গ্রেফতারের সময় সে কোনও বাধা দেয়নি। তবে কেন ওই পড়ুয়া এমন কাজ কর বসল তার কোনও সঠিক উত্তর মেলেনি। ওই বন্দুকবাজের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার শোক প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগেও বেশ কয়েকবার আমেরিকায় স্কুল বা কলেজে ঢুকে গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেই তালিকায় এবার যুক্ত হল আরও একটি নাম।