সঞ্জু সূর, রিপোর্টার : নভেম্বর মাসে হাওড়া জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রীর সামনে কিছু সমস্যার কথা জানিয়েছিলেন জেলার এক শিল্পপতি। মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী নির্দেশ দেন হাওড়া জেলার সিনার্জি তে যেন এই সমস্যার সমাধান হয়ে যায়। শুধু হাওড়া জেলাই নয়, মুখ্যমন্ত্রী শিল্প দফতরের সচিব সহ ক্ষুদ্র; মাঝারি ও কুটির শিল্প দফতরের সচিবদের নির্দেশ দেন বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলনের কথা মাথায় রেখে প্রতিটা জেলার জন্য শিল্প বিষয়ক সিনার্জি আয়োজন করার জন্য। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আগামি দুই মাসের মধ্যে রাজ্য জুড়ে এগারোটি সিনার্জি আয়োজন করতে চলেছে শিল্প দফতর। যার প্রথমটি হবে শনিবার, বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে।
শিল্প বিষয়ক সিনার্জি করার উদ্দেশ্য হলো এক জায়গায় বিভিন্ন শিল্পপতিদের আমন্ত্রণ করে তাদের সুবিধা অসুবিধার বিষয়ে খোঁজখবর করা। যদি কোনো শিল্পপতির কোনোরকম সমস্যা থেকে থাকে তাহলে সেখানেই তা সমাধান করা। নতুন শিল্প স্থাপন বা চালু শিল্পের সম্প্রসারণের জন্য জমি জট থেকে পরিবেশ দফতরের ছাড়পত্র সবকিছুই সরকারের গোচরে আনা যায় এই ধরনের সিনার্জিতে। সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে অনেক ক্ষেত্রেই তার সমাধান করা সম্ভব হয়। সেই কারণেই সিনার্জির আয়োজনে সরকার। এদিকে শনিবার, ১১ ডিসেম্বর রাজারহাটের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে উত্তর ২৪ পরগনা জেলার সিনার্জি। এরপর এক এক করে রাজ্যের সবকটি জেলাতেই হবে এই সিনার্জি। ১১ তারিখ উত্তর ২৪ পরগনা জেলার পর ১৪ ডিসেম্বর হাওড়া জেলার সিনার্জি হবে হাওড়ার শরৎ সদনে। তারপর ২২ ডিসেম্বর একযোগে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সিনার্জি হবে দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী হলে। বড়দিন মিটে গেলে ২৮ ডিসেম্বর নদিয়া ও পূর্ব বর্ধমানের সিনার্জি কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে। চন্দননগরের রবীন্দ্রভবনে হবে হুগলি জেলার সিনার্জি জানুয়ারি মাসের ৭ তারিখে। বীরভূম ও মুর্শিদাবাদ জেলার সিনার্জি আগামী ২০ জানুয়ারি হবে বোলপুরের গীতাঞ্জলি অডিটোরিয়ামে। ২৮/০১/২২ তারিখে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা জেলার সিনার্জি-র আয়োজন করা হয়েছে আলিপুরের উত্তীর্ণ-তে। ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ একযোগে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সিনার্জি হবে মেদিনীপুরের কালেক্টরেট কমপ্লেক্সে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের সিনার্জি আগামী ১০ ফেব্রুয়ারি জলপাইগুড়ি শহরের আর্ট গ্যালারিতে। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে দার্জিলিং ও কালিম্পং জেলার সিনার্জি হবে ১১ ফেব্রুয়ারি। বাকি থাকা মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের সিনার্জি হবে ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখে মালদা শহরের দূর্গাকিংকর সদনে। শিল্প দফতরের মতে এর আগে এইসব সিনার্জির মাধ্যমে সরকার শিল্পপতিদের মধ্যকার অনেক সমস্যার সমাধান দ্রুত করা সম্ভব হয়েছে। ২০২২ সালের এপ্রিল মাসের বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলনের আগে সারা রাজ্য জুড়ে এই ধরনের শিল্প বিষয়ক সিনার্জি আয়োজনের মাধ্যমে শিল্পপতিদের পাশে থাকার বার্তাই দিতে চাইছে রাজ্য সরকার, এমনটাই মনে করছেন তথ্যাভিজ্ঞ মহল।