Date : 2024-04-19

আলিপুরদুয়ারে আটক বিহারের গাড়ি। বেআইনি পাথর পাচারের অভিযোগ

সঞ্জু সুর, রিপোর্টার : ২২ টি বেআইনি পাথর বোঝাই গাড়ি আটক করলো আলিপুরদুয়ার জেলা প্রশাসন। তারমধ্যে চারটে গাড়ি জলদাপাড়া বন দফতর ও বাকি গাড়ি তুলে দেওয়া হল পুলিশের হাতে। আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা-র নেতৃত্বে শনিবার মধ্য রাত থেকে রবিবার পর্যন্ত এই তল্লাশি অভিযান চলে।

নদী থেকে বেআইনিভাবে পাথর ও বালি তোলা নিয়ে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে প্রায় নিয়ম করে এই বিষয়টি নিয়ে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ইতিউতি ধরপাকড় চলে, তারপর আবার যে কে সেই। শনিবার অবশ্য মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা মাথায় রেখেই আচমকা তল্লাশি অভিযানের সিদ্ধান্ত নেয় আলিপুরদুয়ার জেলা প্রশাসন। সেই মোতাবেক এদিন মধ্যরাত থেকে রবিবার সকাল পর্যন্ত তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশি অভিযানে জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা ছাড়াও উপস্থিত ছিলেন ভূমি ও রাজস্ব দফতরের আধিকারিক আইএ‌এস নৃপেন্দ্র সিং, আলিপুরদুয়ার জেলার সমষ্টি উন্নয়ন আধিকারিক ও বন, পরিবহন ও ভূমি দফতরের আধিকারিকরা। তল্লাশি অভিযানে মোট ২২ টি গাড়ি আটক করা হয়। জেলা প্রশাসন সূত্রে খবর,গাড়িগুলোতে তোর্ষা নদী থেকে বেআইনিভাবে পাথর তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। জেলার তোর্ষা নদীর নীলপাড়া রেঞ্জের জয়গাঁও এলাকায় গাড়িগুলো আটক করে চালকদের কাছে কাগজপত্র দেখতে চাওয়া হয়। কিন্তু কোনো আইনি কাগজ তারা দেখাতে পারেনি বলেই খবর। এরপর ২২ টি গাড়িকে সিজ করে জেলা প্রশাসন। যে গাড়িগুলো আটক করা হয়েছে তার বেশিরভাগই বিহারের নম্বরপ্লেট লাগানো। পাথর ছাড়াও অন্যান্য বেশকিছু বেআইনি জিনিসও গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর। বন ও ভূমি দফতরকে বিষয়টি নিয়ে সম্পূর্ণ খোঁজখবর নিতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।