Date : 2024-04-26

দেশের সবথেকে বড় ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করব’ প্রতিশ্রুতি কেজরীবালের

রিমা দত্ত নিউজ ডেস্কঃ ভোটমুখী পঞ্জাবে দুদিনের সফরে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, জলন্ধর দেশে ক্রীড়ার জন্য বিখ্যাত। দেশের খ্যাতনামা ক্রীড়াবিদ জলন্ধর থেকেই উঠে এসেছেন। এর পাশাপাশি আম আদমি পার্টি প্রধান জানিয়েছেন, নির্বাচনে তাঁর দল জিতলে পঞ্জাবের জলন্ধরে আন্তর্জাতিক বিমানবন্দরও তৈরি করা হবে।আম আদমি পার্টি আয়োজিত ‘তিরঙ্গা যাত্রায়’ কেজরীবাল বলেন, “পঞ্জাবে আপের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জলন্ধরে দেশের সবথেকে বড় ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে।”

১৯ নভেম্বর খানিক আকস্মিকভাবেই কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মতোই সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনই নিয়মমাফিক কৃষি আইন প্রত্যাহারের বিল পাশ করে সরকার। রাষ্ট্রপতি রামননাথ কোবিন্দ ওই বিলে সই করার পর বাতিল হয় কৃষি আইন। এদিন কেজরীবালের মুখে শোনা যায় সেই প্রসঙ্গও। তিনি বলেন, “ঠিক যেভাবে কৃষকদের আন্দোলন জিতেছে, ঠিক সেই ভাবেই উন্নয়নের স্বার্থে আম আদমি পার্টিকে নির্বাচনে জয়ী করতে হবে।” তিনি আরও বলেন, “বি আর আম্বেদকরের স্বপ্ন ছিল, প্রতিটি বাচ্চা যেন প্রয়োজনীয় শিক্ষা পায়। দেশের স্বাধীনতার ৭০ বছর পরও সেই স্বপ্ন পূরণ হয়নি। আমরাই আম্বেদকরের স্বপ্ন পূরণ করব। ”