Date : 2024-04-29

চিকিৎসকের লক্ষাধিক টাকা জালিয়াতিতে গ্রেফতার ১

সঞ্জনা লাহিড়ী, রিপোর্টার: এক চিকিৎসকের ব্যাঙ্ক একাউন্ট থেকে লক্ষাধিক টাকার জালিয়াতিতে গ্রেফতার ঝাড়খণ্ডের বাসিন্দা রাজেশ মণ্ডল। গ্রেফতার করে পূর্ব যাদবপুর থানার পুলিশ।
গত বছর ডিসেম্বর মাসে নিজের ব্যাঙ্ক একাউন্ট থেকে এক লক্ষেরও বেশি টাকা জালিয়াতি হয়েছে বলে পূর্ব যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক চিকিৎসক। বিভিন্ন সূত্র মারফত খোঁজ চালিয়েও অভিযুক্তকে হাতের নাগালে পাচ্ছিল না পুলিশ। অবশেষে মুকুন্দপুর এলাকার গ্রীনল্যান্ড রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা বছর ৩২ এর রাজেশ মণ্ডল ব্যাঙ্ক জালিয়াতির সঙ্গে দীর্ঘদিন জড়িত বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতের কাছ থেকে ৬ টি ডেবিট কার্ড ও ৪৪ লক্ষ টাকা উদ্ধার করা গেছে বলে জানা যাচ্ছে। এই চক্রে রাজেশের সঙ্গে আরও বেশ কয়েকজন রয়েছে বলে জেরায় শিকার করে সে। দীর্ঘদিন কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে রয়েছে সে বলে জানা যায়। এরপরই তার ভাড়া বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর ডেবিট কার্ড, ল্যাপটপ, মোবাইল সহ বেশ কিছু নথি পত্র বাজেয়াপ্ত করে পুলিশ। এই ধরণের জালিয়াতিতে বহু বছর যাবৎ সে হাত পাকিয়েছে বলে জানা যাচ্ছে। আগেও গিরিডি পুলিশের হাতে পাকড়াও হয়ে জেল হেফাজত হয় রাজেশের। জেল থেকে বেরিয়ে ফের সে শুরু করে একই জালিয়াতি। তবে রাজেশের সঙ্গে আর কারা রয়েছে, তাঁদের হদিশে পূর্ব যাদবপুর থানার পুলিশ।