Date : 2024-03-19

২০১৯-২০সালে সবচেয়ে ধনী রাজনৈতিক দল বিজেপি, এডিআর রিপোর্টে প্রকাশিত

মাম্পি রায়, নিউজ ডেস্ক : ২০১৯-২০সালে সবচেয়ে ধনী রাজনৈতিক দল বিজেপি। গেরুয়া শিবির ইতিমধ্যে তাদের সম্পত্তির পরিমাণ ঘোষণা করেছে। বিজেপির দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯-২০সালে বিজেপির সম্পত্তির পরিমাণ ৪,৮৪৭.৭৮ কোটি টাকা। যা সমস্ত রাজনৈতিক দলগুলিকে পিছনে ফেলে দিয়েছে। এরপরই রয়েছে বিএসপি। বিএসপির সম্পত্তির পরিমাণ ৬৯৮.৩৩কোটি টাকা। অন্যদিকে ৫৮৮.১৬কোটি টাকার সম্পত্তি রয়েছে কংগ্রেসের। ২০১৯-২০-র ‘দ্য অ্যাসোসিয়েট ফর ডেমোক্রেটিক রিফর্মস’-এর দেওয়া রিপোর্টে এমনই তথ্য প্রকাশ করা হয়েছে। বিশ্লেষকরা জানিয়েছেন, ৭টি জাতীয় এবং ৪৪টি আঞ্চলিক রাজনৈতিক দল ২০১৯-২০ অর্থবর্ষে নিজেদের আয় সংক্রান্ত তথ্য দিয়েছিল।

৭টি জাতীয় রাজনৈতিক দলের মোট আয় ৬৯৮৮.৫৭কোটি টাকা। এদের মধ্যে সবথেকে ধনী হল বিজেপি। বিজেপির ঝুলিতে মোট ৪,৮৪৭.৭৮ কোটি টাকার সম্পত্তি রয়েছে। যা মোট ৭টি জাতীয় রাজনৈতিক দলের আয়ের ৬৯.৩৭%। দ্বিতীয় স্থান অধিকার করেছে বিএসপি। বিএসপির ঝুলিতে রয়েছে মোট ৬৯৮.৩৩ কোটি টাকার সম্পত্তি। যা মোট ৭টি জাতীয় রাজনৈতিক দলের আয়ের ৯.৯৯%। কংগ্রেস মোট ৫৮৮.১৬ কোটি টাকার সম্পত্তির অধিকারী। কংগ্রেসের এই সম্পত্তি মোট ৭টি জাতীয় রাজনৈতিক দলের আয়ের ৮.৪২%।

অন্যদিকে ৪৪টি আঞ্চলিক দলের মোট আয় ২১২৯.৩৮কোটি টাকা। সর্বোচ্চ আয়ের তালিকায় থাকা ১০টি আঞ্চলিক দলের সম্পত্তির পরিমাণ ২০২৮.৭১৫কোটি টাকা। যা ৪৪টি আঞ্চলিক দলের মোট আয়ের ৯৫.২৭%।

২০১৯-২০২০ অর্থবর্ষে আঞ্চলিক দলগুলির মধ্যে সবচেয়ে বেশি সম্পত্তির মালিক সমাজবাদী পার্টি। সপার সম্পত্তির পরিমাণ ৫৬৩.৪৭কোটি। ৩০১.৪৭কোটি টাকা নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে টিআরএস। ২৬৭.৬১কোটি টাকা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এআইএডিএমকে। আঞ্চলিক দলগুলির মোট ফিক্সড ডিপজিটের পরিমাণ ১৬৩৯.৫১কোটি টাকা। যেসব আঞ্চলিক দলগুলি ফিক্সড ডিপোজিটের নিরিখে তালিকার শীর্ষে আছে তা হল-

সপার ফিক্সড ডিপোজিটের পরিমাণ ৪৩৪.২১৯কোটি টাকা

টিআরএসের ফিক্সড ডিপোজিটের পরিমাণ ২৫৬.০১কোটি টাকা

এআইএডিএমকের ফিক্সড ডিপোজিটের পরিমাণ ২৪৬.৯০ কোটি টাকা

ডিএমকে-র ফিক্সড ডিপোজিটের পরিমাণ ১৬২.৪২৫কোটি টাকা

শিবসেনার ফিক্সড ডিপোজিটের পরিমাণ ১৪৮.৪৬কোটি টাকা

বিজেডির ফিক্সড ডিপোজিটের পরিমাণ ১১৮.৪২৫কোটি টাকা

যেসব জাতীয় দলগুলির সর্বোচ্চ ফিক্সড ডিপোজিট রয়েছে, তা হল-

বিজেপির ঘোষিত ফিক্সড ডিপোজিটের পরিমাণ ৩২৫৩কোটি টাকা

বিএসপির ফিক্সড ডিপোজিটের পরিমাণ ৬১৮.৮৬কোটি টাকা

কংগ্রেসের ২৪০.৯০কোটির ফিক্সড ডিপোজিট রয়েছে