Date : 2024-03-28

ভোট পরবর্তী হিংসা মামলায় আদালতে রিপোর্ট পেশ CBI, SIT র

ষষ্ঠী চট্টোপাধ্যায়, রিপোর্টার: বিধানসভা নির্বাচনের ভোট পরবর্তী হিংসা মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করল সিবিআই এবং সিট। আবেদনকারীরা চাইলে তাদের অভিযোগ সম্পর্কিত বিষয়ে তদন্ত করেছে তা জানতে পারবে আবেদনকারীরা। সিটের আইনজীবীর কাছে আবেদন জানালে মিলবে তদন্ত সংক্রান্ত রিপোর্ট। জানিয়ে দিলো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আদালতে পেশ হওয়া রিপোর্টে এদিন সিবিআই এর পক্ষ থেকে জানানো হয়:—
আদালতে সিবিআইয়ের রিপোর্ট
*মোট অভিযোগ দায়ের হয়েছে — ৫১ টি

  • এর মধ্যে ৪৮ টি জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে উল্লেখ রয়েছে।
  • ব্যক্তিগতভাবে অভিযোগ দায়ের হয়েছে — ৩ টি
  • চার্জশিট পেশ হয়েছে — ২০ টি
  • ২০টির মধ্যে ১৮ টি তে ফের তদন্ত চলছে।
  • সিবিআই এর পক্ষ থেকে সিটকে অভিযোগ ফেরত দেওয়া হয়েছে তদন্তের জন্য — ৩ টি
  • এখনো তদন্ত চলছে — ২৮ টি
  • মোট অভিযুক্ত — ২০৩ জন
  • গ্রেফতার করা হয়েছে — ১৯৩ জন
  • ফেরার —১৮১ জন
  • ১৬৪ জবানবন্দি নেওয়া হয়েছে —১০১ জনের।
    অপরদিকে সিটের জমা দেওয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে :—
    আদালতে সিটের রিপোর্ট
    *জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে উল্লেখিত অভিযোগের সংখ্যা — ৬৮৯
  • সিট এর পক্ষ থেকে তদন্তের জন্য সিবিআই এর কাছে অভিযোগ স্থানান্তরিত করা হয়েছে — ৪০ টি
  • চার্জশিট ফাইল করা হয়েছে :— ৬৪ টি
  • তদন্ত চলছে — ১ টি
  • সিবিআই অভিযোগ ফেরত পাঠিয়েছে সিটের কাছে —১ টি

পাশাপাশি সিট এর পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে যতগুলি ভোট-পরবর্তী হিংসার আবেদন জমা পড়েছে তার একটি তালিকা এদিন কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হয় :—
হাইকোর্টে রিট আবেদনের সংখ্যা তত্ত্ব

  • মোট আবেদনের সংখ্যা — ৩২৩ টি
  • প্রকৃত অভিযোগ দায়ের হয়েছে — ২৯০ টি
  • অভিযোগের সত্যতা না পাওয়ায় সেই অভিযোগ বন্ধ করা হয়েছে —১৩৮ টি
  • এফআইআর দায়ের হয়েছে —১০৪ টি
  • তদন্ত শেষ হয়েছে –১১ টি
  • চার্জশিট পেশ করা হয়েছে — ৬২ টি
  • তদন্ত চলছে এখনো — ৮ টি
  • সিবিআইকে স্থানান্তর করা হয়েছে — ২৩ টি

রাজ্যের এডভোকেট জেনারেল এর পক্ষ থেকেও একটি রিপোর্ট কলকাতা হাইকোর্টের পেশ করা হয়:—
রাজ্য সরকারের রিপোর্ট

  • মোট অভিযোগকারী সংখ্যা — ২৪৩ টি
  • একই অভিযোগকারী বারবার অভিযোগ করেছেন এমন সংখ্যা — ৯ টি
  • ঘরছাড়াদের ঘরে ফেরানো হয়েছে — ১৭০ জনকে
  • ফোন নম্বর সঠিক না পাওয়ায় অভিযোগকারীদের সঙ্গে প্রশাসন যোগাযোগ করতে পারছে না এমন সংখ্যা — ২২ জন
  • কর্মসূত্রে অন্য জায়গায় বসবাস করছেন এমন অভিযোগকারী সংখ্যা —৮৬ জন
  • অভিযোগকারীর মৃত্যু হয়েছে — ১ জন
  • এখনো পর্যন্ত ফেরার —৫ জন
  • পুলিশ বলা সত্বেও ঘরে ফিরছে না এমন অভিযোগকারী সংখ্যা — ৩ জন
    এদিন রাজ্যের এডভোকেট জেনারেল দাবি করেন যে সমস্ত অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন আবেদনকারীরা তা সম্পূর্ণ মিথ্যা।