Date : 2024-04-18

জোড়া সুবিধে নিয়ে হাজির কোউইন

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : নতুন বছরে নতুন করে দেশজুড়ে চোখ রাঙাচ্ছে মারণ করোনা ভাইরাস। উদ্বেগ বাড়িয়েছে নয়া স্ট্রেন ওমিক্রন। আর তাই করোনা টিকাকরণে বেশি করে জোর দেওয়া হয়েছে। সেই কারণেই ভ্যাকসিন নেওয়ার রেজিস্ট্রেশনে আরও সুবিধা করে দিচ্ছে কোউইন। এবার একই মোবাইল নম্বর থেকে একসঙ্গে আরও বেশি জন রেজিস্ট্রি করতে পারবেন।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হল, এতদিন একটি মোবাইল নম্বর থেকে কোউইন অ্যাপের মাধ্যমে টিকাকরণের জন্য চারজন রেজিস্টার করতে পারতেন। কিন্তু এবার থেকে ছ’জনের রেজিস্ট্রেশন করা যাবে। শুধু তাই নয়, আরও একটি অত্যন্ত প্রয়োজনীয় ফিচার যুক্ত হচ্ছে এই অ্যাপে। অনেকেই সম্প্রতি অভিযোগ জানিয়েছেন, ভ্যাকসিন নেওয়ার আগেই তাঁদের কাছে টিকাকরণের সার্টিফিকেট পৌঁছে যাচ্ছে। সেই সমস্যা মেটাতে ‘রেস অ্যান ইস্যু’ বলে একটি নয়া ফিচার যুক্ত হয়েছে।

যেখানে ভ্যাকসিনের কটি ডোজ মিলেছে কিংবা একটি পেয়েছে কি না, তা এই ফিচারের মাধ্যমে আপডেট করতে পারবে। অর্থাৎ টিকাকরণের স্টেটাস এখন অনায়াসে নিজেই আপডেট করা সম্ভব। জানা গিয়েছে, এই ‘রেস অ্যান ইস্যু’তে ভ্যাকসিনেশন স্টেটাস আপডেট করলে সেটি আপডেট হতে তিন থেকে সাতদিন সময় লাগবে। ভ্যাকসিন নেওয়া না হয়ে থাকলে, এই ফিচারের মাধ্যমে যদি সেই তথ্য আপডেট করেন, তাহলে পরবর্তীতে কাছের স্বাস্থ্যকেন্দ্র থেকে গিয়ে টিকা নিতে পারবেন। এই ফিচার ইউজারদের সমস্যা অনেকটাই মেটাতে সফল হবে বলে মনে করছে কেন্দ্র।এই পদ্ধতিতে ইউজাররা বিশেষ সুবিধা পাবেন বলে মনে করছে কেন্দ্র।