Date : 2024-04-19

ব্রণ কমাতে ঘরোয়া উপায়

রিমিতা রায়, নিউজ ডেস্ক : ব্রণ-র সমস্যা অনেকের কাছেই চিন্তার বিষয়। দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগলেও কোনও সমাধান পান না। আবার ব্রণর সমস্যা দূর হলেও ব্রণর দাগ সহজে যেতে চায় না। অনেক সময় নানা ধরনের ট্রিটমেন্ট করাতে হয়। কিন্তু ঘরোয়া উপায় কীভাবে ব্রণ দূর করবেন? এর কিছু ঘরোয়া উপায় রয়েছে। এটি ত্বকের শুষ্কতা দূর করতে মধু ব্যবহার করা যেতে পারে । মধুতে ময়েশ্চারাইজিং-এর গুণ রয়েছে। এটি বিশেষ উপকারী।মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গালের বৈশিষ্ট্য রয়েছে। কিছু ফেসপ্যাক ব্যবহার করা যেতে পারে। এই ফেসপ্যাকগুলো কোনও পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কার্যকরভাবে কাজ করে। যেহেতু এতে কোনও রাসায়নিক পদার্থ নেই, তাই এগুলো ত্বকের জন্য ভাল। তাছাড়া এই ফেসপ্যাকগুলো দাগ দূর করার পাশাপাশি ত্বক উজ্জ্বল করতে এবং সুস্থ রাখতে সাহায্য করে। পাকা পেপেঁ বিশেষ উপকারী।

পাকা পেঁপে চটকে নিতে হবে। এর সঙ্গে এক চামচ পাতিলেবুর রস এবং প্রয়োজন মতো চালের গুঁড়ো মেশাতে হবে। মিশ্রণটি মুখে ভালো করে লাগাতে হবে। প্রায় ২৫ মিনিট মাসাজ করে ধুয়ে ফেললেই চলবে। এছাড়াও ব্যাসনও বিশেষ উপকারী। ত্বকের যত্নের রুটিনে বেসন, টমেটো এবং মধু নানা ভাবে ব্যবহার করা হয়। দাগ থেকে মুক্তি পেতে তিনটি জিনিস মিশিয়ে ফেস মাস্ক তৈরি করা যায়। মুখে লাগিয়ে ১০ মিনিট পর শুকিয়ে গেলে লেবুর খোসার সাহায্যে ঘষে নিতে হবে। ৪ থেকে ৫ মিনিট ঘষার পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। ব্রণ কমাতে পুদিনা পাতাও ব্যবহার করেন অনেকে। পুদিনা পাতা ত্বকের অতিরিক্ত তেল এবং ব্রণ-র সংক্রমণ কমাতে খুবই উপকারী। টাটকা পুদিনা পাতা বেটে ত্বকে লাগান। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বকের অতিরিক্ত তেল দূর হয়ে যাবে। অতিরিক্ত গরমের কারণে ত্বকে যেসব ফুসকুড়ি এবং ব্রণ হয় সেগুলি দূর করতেও পুদিনা পাতা খুবই উপকারী।