Date : 2024-05-02

রাস্তার সারমেয়দের খাওয়ানোয় শ্লীলতাহানির শিকার অধ্যাপিকা, গ্রেফতার ১

সঞ্জনা লাহিড়ী, রিপোর্টার: রাস্তার কুকুরদের খাওয়ানোর জেরে লেডি ব্রেবোর্ন কলেজের এক অধ্যাপিকাকে শ্লীলতাহানীর অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত বিশ্বপ্রিয় রায়কে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ। রবিবার সন্ধ্যায় কাশীপুর থানায় গিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পশুপ্রেমী এক অধ্যাপিকা। তাঁকে স্থানীয় কাউন্সিলর এর নাম করে মারধর করার হুমকিও দেন বলে অভিযোগ।

বেশ কয়েক বছর ধরে এলাকার পশু প্রানীদের নিয়ে কাজ করছেন লেডি ব্রেবোর্ন কলেজ এর এক অধ্যাপিকা। এলাকার কুকুরদের চিকিৎসা করানো থেকে শুরু করে তাদের রোজ খাওয়ানো, সবটাই তিনি নিজে করেন। পাড়ার কিছু কুকুরকে চিকিৎসা এবং তাদেরকে খাওয়ানো নিয়ে অশান্তির সূত্রপাত বলে দাবি করেন ওই অধ্যাপিকা। রাস্তার কুকুরকে খাওয়ানোর জন্য এলাকা নোংরা হয়, এমনটাই দাবি করে অভিযুক্ত। বাধা দেওয়া হয় অধ্যাপিকাকে বলে অভিযোগ। রবিবার বিকেলে স্থানীয়দের সঙ্গে নিয়ে ঝামেলা শুরু করে অভিযুক্ত। অভিযুক্তের নিষেধাজ্ঞা না শোনায় অধ্যাপিকার স্বামীকে মারধর করা হয় বলে অভিযোগ। ওই পশুপ্রেমী অধ্যাপিকার গায়ের শাল খুলে তাঁকে টানাটানি করা হয় বলে অভিযোগ।গোটা ঘটনাটির ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অধ্যাপিকা। এরপরেই রবিবার সন্ধ্যায় কাশীপুর থানায় শ্লীলতাহানীর অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানির মামলা রুজু করে পুলিশ। অভিযোগের পরেই এদিন রাতে অভিযুক্ত বিশ্বপ্রিয় রায়কে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ।