Date : 2024-03-19

সন্ধে হতেই জমিয়ে শীত,বৃষ্টি হতে পারে সরস্বতী পুজোয়

সায়ন্তিকা ব্যানার্জি, রিপোর্টার : পশ্চিমী ঝঞ্ঝার জের অবশেষে কেটেছে। রাজ্যে অবাধে প্রবেশ করছে উত্তুরে হাওয়ার। যার জেরে এক লাফে তাপমাত্রা নামল প্রায় তিন ডিগ্রি। রাজ্যজুড়ে এখন বইবে উত্তুরে হাওয়া। আজ থেকে আরও কমবে রাতের তাপমাত্রা। সন্ধে থেকেই জমিয়ে পড়েছে শীত। সপ্তাহের শেষে জমিয়ে শীতের আমেজ উপভোগ করতে পারবে রাজ্যবাসী। যদিও সরস্বতী পুজোয় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

আগামী দু’দিন আরও নামবে পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যে অনেকটা পারদ পতন হতে পারে। রাজ্যের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রিতে এবং  উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রিতে নামতে পারে।

যদিও ১ ফেব্রুয়ারি থেকেই বাড়তে পারে তাপমাত্রা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মাঝারি বৃষ্টিপাত শীতের আমেজ বাঁচানোর শেষ চেষ্টা করলেও দ্বিতীয় সপ্তাহ থেকে রাজ্য থেকে পাকাপাকি ভাবে বিদায় নেবে শীত। দাপট কমবে কনকনে উত্তুরে বাতাসের। সেই জায়গা নেবে দখিনা বাতাস। তামিলনাড়ুর উপরেও তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই সরস্বতী পুজোয় বৃষ্টি হতে পারে।