Date : 2024-03-29

৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে সংসদের বাজেট অধিবেশন, মোদী সরকারের সাফল্যের খতিয়ান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণে

মাম্পি রায়, নিউজ ডেস্ক : সামনেই উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে সোমবারই শুরু হল সংসদের বাজেট অধিবেশন। রীতি মেনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ দিয়ে শুরু হয় সংসদের দুইকক্ষের অধিবেশন। ভাষণে কেন্দ্রীয় সরকারকে প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি। একঝলকে দেখে নেওয়া যাক কী বলেছেন রাষ্ট্রপতি।  

অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ

1. প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধির মাধ্যমে ১১ কোটির বেশি কৃষক পরিবারকে ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। যা কৃষিক্ষেত্রে ব্যাপক বদল এনেছে।

2. দেশে যাতে কোনও গরিব অভুক্ত না থাকেন, তা নিশ্চিত করেছে কেন্দ্র। বিনামূল্যে রেশন পেয়েছেন ৮০ কোটি গরিব জনগণ

3. ২ কোটি গরিবকে পাকা বাড়ি করে দেওয়া হয়েছে। ৬ কোটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। কৃষিক্ষেত্রে বড় বদল আসতে চলেছে।

4. ১৯০০ কিসান ট্রেন ৬ লক্ষ টন খাদ্যশস্য বহন করেছে। সর্ববৃহৎ খাদ্য বিতরণ কর্মসূচি চালাচ্ছে ভারত সরকার

5. সর্বাধিক কোভিড ভ্যাকসিন তৈরি করছে দেশ। জরুরি ক্ষেত্রে ব্যবহারের জন্য ৮ টি টিকা পাওয়া যাচ্ছে। ৮০০০ -এরও বেশি জনৌষধি কেন্দ্রে সুলভ মূল্যে ওষুধ তৈরি করে চিকিৎসার খরচ কমিয়েছে সরকার

6. বিশ্বজুড়ে প্রভাব ফেলেছে করোনাভাইরাস। সরকার, চিকিৎসক, নার্স সকলেই টিম হিসেবে কাজ করেছেন। যা শ্রেষ্ঠ গণতন্ত্রের উদাহরণ।

7. মোদী সরকারের আমলে ৩৬,৫০০ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। ১১টি নতুন মেট্রো লাইন তৈরি হয়েছে। এর ফলে লাভবান হয়েছেন ৮টি রাজ্যে লক্ষাধিক মানুষ।

8. নারীর ক্ষমতায়ণে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। ভালো ফল দিয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি।বেড়েছে মেয়েদের স্কুল যাওয়ার প্রবণতাও।

9. ইন্টারনেট ও স্মার্টফোনের খরচ কমেছে। দ্রুত এগিয়ে চলা অর্থনীতির দেশের তালিকায় নাম লিখিয়েছে ভারত। প্রতিরক্ষা ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে মেক ইন ইন্ডিয়াকে। জাতীয় সুরক্ষার ক্ষেত্রেও দৃঢ়প্রতিজ্ঞ সরকার।

10. আগে ১২৬টি মাওবাদী অধ্যুষিত জায়গা ছিল। বর্তমানে সেই সংখ্যা কমে হয়েছে ৭০। উত্তর-পূর্বের উন্নয়নের ক্ষেত্রেও প্রতিশ্রুতিবদ্ধ মোদী সরকার।

এখানেই শেষ নয়, কলকাতার দুর্গাপুজো এবং প্রয়াগরাজের  কুম্ভমেলাকে ইউনেস্কোর দেওয়া স্বীকৃতিকেও নিজের সরকারের কৃতিত্ব বলে নিজের ভাষণে তুলে ধরলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রথম দফার বাজেট অধিবেশন। দ্বিতীয় দফার বাজেট অধিবেশন শুরু হবে ১৪মার্চ। চলবে ৮ এপ্রিল পর্যন্ত।