Date : 2024-04-26

ফের মন্দা বই বাজারে

নাজিয়া রহমান, রিপোর্টার : করোনার তৃতীয় ঢেউ ফের মন্দা ডেকে এনেছে বই ব্যবসায়। ওমিক্রন রূপী করোনা তার প্রভাব দেখাতে শুরু করতেই বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। আর তাতেই ছন্দ কেটেছে বইপাড়ার।

ওমিক্রনের সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। পড়ুয়াদের সংক্রমণের হাত থেকে বাঁচাতে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। আর তাতে কিছুটা ছন্দপতন ঘটেছে কলেজ স্ট্রীট বইপাড়ার। জানুয়ারি মাস মানেই নতুন সেশন শুরু। নতুন ক্লাসের জন্য নতুন বই কিনতে পড়ুয়ারা ভীড় জমায় কলেজ স্ট্রীটে। করোনা আবহে বছর দুই ধরে বই ব্যবসার বাজার মন্দা। ২০২১এর শেষে আংশিক হলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলায় আশার আলো দেখছিলেন বই বিক্রেতারা। কিন্তু সব আশায় জল ঢেলে দিয়েছে করোনার তৃতীয় ঢেউ।
প্রতিদিন নিয়ম করে খুলছে দোকান। দোকানে বইয়ের পসরা সাজিয়ে বিক্রির আশায় বসছেন বিক্রেতেরা। কিন্তু ক্রেতার দেখা নেই।

কলেজ স্ট্রীট মানেই ব্যস্ততম একালা। তবে এই করোনা আবহে বদলে গেছে সেই ছবি। ক্রেতার অপেক্ষায় প্রহর গুনছেন বিক্রেতারা।