Date : 2024-03-29

রাজ্য সরকারের নয়া উদ্যোগ ‘পাড়ায় শিক্ষালয়’

নাজিয়া রহমান, রিপোর্টার : পাড়ায়-পাড়ায় চালু হতে চলেছে ‘পাড়ায় শিক্ষালয়’। করোনা আবহে বন্ধ স্কুল। পড়ুয়াদের স্বার্থে নয়া উদ্যোগ রাজ্য সরকারের ।সোমবার এই কর্মসূচির উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। করোনা আবহে প্রায় দু’বছর ধরে অফলাইনে পঠন পাঠন বন্ধ প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের। কার্যত গৃহবন্দি এই শ্রেণীর পড়ুয়ারা।শিক্ষা দফতর সূত্রের খবর বিশেষজ্ঞদের মত অনুযায়ী এই করোনা অবহে চার দেওয়ালের মধ্যে ক্লাস করা ঝুঁকিপূর্ণ। আবার অনলাইনেও ক্লাসের ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পড়ুয়াদের। কোথাও নেটওয়ার্ক সমস্যা আবার কখনও আর্থিক সমস্যা ।এবার তাঁদের কথা ভেবেই নয়া উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।গ্রহণ করা হয়েছে নয়া কর্মসূচি। সেই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘পাড়ায় শিক্ষালয়’।

এই কর্মসূচির মাধ্যমে খোলামেলা পরিবেশের মধ্যে পড়ুয়াদের কাছে স্কুলের আমেজ পৌঁছে দেওয়ার জন্যই প্রচেষ্টা চালাচ্ছে স্কুল শিক্ষাদপ্তর। স্কুলের চার দেওয়ালের মধ্যে নয়, পার্ক-খোলা মাঠ কিংবা অন্য কোনও খোলামেলা এলাকায় কমিউনিটি শিক্ষা ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।এর আগেও দুয়ারে সরকার বা দুয়ারে রেশন এই সমস্ত প্রকল্প গুলির মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে গেছে সরকারি পরিষেবা। এবার শিক্ষাকেও পড়ুয়াদের হাতের নাগালে পৌঁছে দিতে নয়া উদ্যোগ নিল রাজ্য শিক্ষা দফতর। করোনা সংক্রমণ কিছুটা কমায় নানা ক্ষেত্রে কিছু কিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা করতে শুরু করেছে রাজ্য সরকার বিভিন্ন ছাত্র সংগঠনের শিক্ষক সংগঠনের তরফ থেকে এবার দাবি করা হচ্ছে খোলা হোক স্কুল। সূত্রের খবর স্কুল খোলাকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে শিক্ষা দফতরে। এবিষয়ে নবান্নেও চিঠি পাঠানো হয়েছে বলে খবর। সোমবার এনিয়ে সবুজ সংকেত আসতে পারে বলেই মনে করছেন শিক্ষা দফতরের কর্মকর্তারা।