Date : 2024-04-29

পারিবারিক বিবাদের সঠিক তথ্য পেতে বাড়িতেই CCTV বসানোর নির্দেশ দিলো হাইকোর্ট

ষষ্ঠী চট্টোপাধ্যায়, রিপোর্টার:- পারিবারিক সমস্যার সমাধানে সিসিটিভি বসানো নির্দেশ হাইকোর্টের।পুরুলিয়ার বাসিন্দা মোহাম্মদ মেহেমুদ তিনি প্রবীণ নাগরিক।তাঁর দাবি তাঁর ছেলে এবং মেয়ে ও পরিবারের অন্যান্য সদস্যরা তাঁর উপর অত্যাচার ও মারধর করেন।যে কারণে ওই বাড়িতে থাকা অসহ্য হয়ে উঠেছে।ছেলে এবং মেয়ে তাঁকে বাড়ি ছাড়া হতে বাধ্য করছেন।তাই ওই বাড়িতে শান্তিপূর্ণ বসবাসের জন্য তাঁর পুলিশি নিরাপত্তা র প্রয়োজন।সরকার পক্ষের আইনজীবী পন্টু দেব রায় জানান ইতিমধ্যে একে অপরের বিরুদ্ধে চারটি অভিযোগ দায়ের করেছেন।তাঁর মধ্যে তিনটি অভিযোগে চার্জশিট দাখিল হয়েছে।একটি অভিযোগে তদন্ত চলছে।ছেলে এবং মেয়ের পক্ষের আইনজীবী আদালতে দাবি করেন দ্বিতল বাড়ির যেকোন একটি তলে বাবা থাকুন এবং অন্য তলে তাঁদের জন্য ছেড়ে দেওয়া হোক।কিন্তু এই প্রস্তাবের বিরোধিতা মেহেমুদ বাবুর আইনজীবী আদালতে দাবি করেন তিনি শান্তিপূর্ণ ভাবেই ওই বাড়িতে বসবাস করতে চান, তাই ছেলে এবং মেয়েকে বার করে দেওয়ার সিদ্ধান্ত নিক আদালত।সওয়াল পর্বে জানা যায় পারিবারিক সূত্রে উত্তরসূরি হিসেবে সকলেই বসবাস করেন।
তাই বিচারপতি রাজা শেখর মান্থার নির্দেশ এই সমস্যা সমাধানে ওই বাড়িতে সর্বক্ষণের নজরদারির জন্য সিসিটিভি বসাতে হবে।স্থানীয় থানায় কোন পক্ষের অভিযোগ পেলে সিসিটিভি ফুটেজ দেখে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।পাশাপাশি যে অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে সেই তদন্তের কাজ অতি দ্রুত শেষ করতে হবে।ওই বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশে বজায় থাকে সে বিষয়ে খেয়াল রাখবে পুলিশ।