তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : অবশেষে ভারতে ফেরানো হল অরুণাচল প্রদেশের নিখোঁজ কিশোরকে। চলতি মাসের অরুণাচল প্রদেশের ভারত-চিন ভূ-খণ্ড থেকে বেপাত্তা হয়ে গিয়েছিল সতেরো বছরের কিশোর মিরাম তারাণ। জানা যায় সিয়ুংলা এলাকা থেকে হারিয়ে গিয়েছিল সে। স্বভাবতই এই খবরে কেন্দ্রীয় সরকারের অভিযোগ গিয়ে পড়ে চিনের ওপর। শুরুতে অভিযোগ অস্বীকার করলেও পরে, তারা বিষয়টি স্বীকার করে। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু টুইট করে জানান, দ্রুত যাতে তাকে এ দেশের সরকারের হাতে তুলে দেওয়া যায় সেই ব্যাপারে মোদী সরকার পদক্ষেপ করছে।
সেইমতো বৃহস্পতিবার তিনি আরও একটি টুইট করেন। তাতে লেখা ছিল যে, মিরামকে পিএলএ ভারতীয় সেনার হাতে অক্ষত অবস্থায় তুলে দিয়েছে। তবে ওই কিশোরের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। মিরামের নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি সামনে এনেছিলেন কংগ্রেস বিধায়ক নিনং এরিং। তিনিই তাকে খুঁজে বের করতে কেন্দ্রীয় সরকারের ওপর লাগাতার চাপ দিতে থাকেন। অবশেষে মিরামের এবার ঘরে ফিরতে আর কোনও বাধা রইল না।