Date : 2024-04-27

কোভিড বিধি মেনে অবিলম্বে খুলতে হবে শিক্ষাপ্রতিষ্ঠান দাবি অভিভাবকদের

নাজিয়া রহমান, রিপোর্টার : পাড়ায় শিক্ষালয় নয়,খুলতে হবে স্কুল। এই দাবিতে শনিবার বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। ইউনাইটেড গার্ডিয়ান অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। করোনার সংক্রমণ কমায় 16 ই নভেম্বর ২০২১সালে খুলেছিল শিক্ষাপ্রতিষ্ঠান। তবে ফের করোনার তৃতীয় ঢেউ এর সংক্রমণে বন্ধ হয়ে যায় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই বন্ধ করতে হয় শিক্ষাপ্রতিষ্ঠান। তবে এখন করোনার সংক্রমণ অনেকটাই নিম্নমুখী। বেশ কিছু ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করেছে রাজ্য সরকার।ইতিমধ্যে কয়েকটি রাজ্যে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। এ রাজ্যেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে বিধি-নিষেধ শিথিল করা হোক, শুরু হোক অফলাইনে পঠন-পাঠন। বেশ কিছুদিন ধরেই এই দাবিতে বেশ কয়েকটি ছাত্র সংগঠন রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। এবার বিক্ষোভে সামিল হলেন অভিভাবকেরা। ধর্মতলার লেনিন মুর্তির সামনে মানব বন্ধন করে বিক্ষোভ দেখান তারা। তাদের বক্তব্য, অনলাইন এডুকেশন কখনোই ক্লাসরুম এডুকেশন এর বিকল্প হতে পারে না। বিশিষ্ট বিশেষজ্ঞদের মত অনুযায়ী কোভিডের বর্তমান পরিস্থিতিতে অনায়াসে স্বাস্থ্যবিধি মেনে স্কুল খোলা যায়। তারা এও জানান স্কুল না খুললে শিক্ষালয় খোলার সরকারি সিদ্ধান্ত তারা মানতে পারছেন না। তারা আরো জানান, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে শিক্ষার ভীষণ ক্ষতি হচ্ছে, বেড়েছে বাল্যবিবাহ, শিশুশ্রম, এমনকি ছাত্র-ছাত্রীরা মানসিক রোগের শিকার হচ্ছে। তাদের প্রশ্ন ১৮ বছর ঊর্ধ্ব বয়সীদের ভ্যাকসিন অনেকদিন আগে দেওয়া হলেও কলেজ বিশ্ববিদ্যালয় খুলছে না কেন? তাই তাদের দাবি, কোভিড বিধি মেনে অবিলম্বে খুলতে হবে শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারি-বেসরকারি সমস্ত স্কুলের কোভিড বিধি যথাযথ মানা হচ্ছে কিনা তার ওপরও সরকারি নজরদারি রাখতে হবে।

এদিন অভিভাবকদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান খোলাকে কেন্দ্র করে কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখান পিএসইউ এর সদস্যরা। 31 শে জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা দাবিকে কেন্দ্র করে আইন অমান্যের ডাক দিয়েছে ছাত্র যুব সংগঠন গুলি। এদিনই এই ইস্যুকে কেন্দ্র করে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছে ছাত্র পরিষদ। যদিও শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলাকে কেন্দ্র করে ভাবনাচিন্তা চলছে। তবে কবে খুলবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সে বিষয়ে সুস্পষ্টভাবে কিছু জানায়নি শিক্ষা দপ্তর।