Maoist Attack in Rail Line : ধানবাদ শাখায় বিস্ফোরণের কেঁপে উঠল রেললাইন!
ওয়েব ডেস্ক : বুধবার মধ্যরাতে ধানবাদ শাখার ধানবাদ-গয়া রেলওয়ে সেকশনের মাঝামাঝি রেললাইনে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধানবাদ-গয়ার কুমারাবাদ ও চিচাকি স্টেশনের মাঝে বিস্ফোরণ ঘটে। কী থেকে বিস্ফোরণ হয়েছে, তা এখনও জানা ন গেলেও, এই হামলার পিছনে মাওবাদীরাই জড়িত রয়েছে বলে জানা গিয়েছে। রেললাইন সংলগ্ন জায়গা থেকে বেশ কিছু মাওবাদী পোস্টারও উদ্ধার হয়েছে। বিপদ এড়াতে একাধিক দূরপাল্লার ট্রেনের রুট পরিবর্তন করে দেওয়া হয়েছে। অধিকাংশ ট্রেনগুলিকেই পটনা-ঝাঁঝা হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
পরিবর্তিত রুটের ট্রেনগুলি হল –
১. নয়া দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস
২. নয়া দিল্লি-শিয়ালদা রাজধানী এক্সপ্রেস
৩. নয়া দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস
কোন রুট দিয়ে চলবে ট্রেনগুলি?
২২৮২৪ নয়া দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস, ১২৩১৪ নয়া দিল্লি – শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস ও ১২৩০২ – হাওড়া রাজধানী এক্সপ্রেস ধানবাদ-গয়া রুটের বদলে পটনা-ঝাঁঝার রুট হয়ে চলবে বলে জানা গিয়েছে।
১২৮১৬ আনন্দ বিহার-পুরী এক্সপ্রেস, যা গতকাল যাত্রা শুরু করেছে, সেই ট্রেনটিও হাজারিবাগ-গোমোর বদলে বারকানার রুট ধরে চলবে।
১২৮২৬ আনন্দ বিহার-রাঁচী ঝাড়খণ্ড সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসও রাজাবোরার পরিবর্তে কোডার্মা-হাজারিবাগ-বারকানার রুট ধরে চালানো হচ্ছে।
১৩৩০৫ ধানবাদ-ডেহরিসান এক্সপ্রেস আজ ছাড়ার কথা থাকলেও, তা বাতিল করা হয়েছে।
১২৯৪১ ভাবনগর-আসানসোল এক্সপ্রেসও গয়ার পরিবর্তে মানপুর-কিউল-ঝাঁঝার রুট ধরে চলাচল করবে।
এছাড়াও একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। এই ট্রেনগুলি হল-
১৩৩০৬ দেহরি অন সোন-ধানবাদ এক্সপ্রেস
০৩৫৪৬ গয়া-আসানসোল প্যাসেঞ্জার ট্রেন
০৩৫৫৩ আসানসোল-বারাণসী প্যাসেঞ্জার ট্রেন।