Date : 2024-04-24

কাঁথি সমবায় ব্যাংকের সমস্যা সমাধানের দায়িত্ব RBI গভর্নরের: ডিভিশন বেঞ্চ

ষষ্ঠী চট্টোপাধ্যায়, রিপোর্টার: বৃহস্পতিবার দীর্ঘ সময় ধরে চলা কাঁথি সমবায় ব্যাংক সংক্রান্ত মামলার চূড়ান্ত রায় ঘোষণা করলো হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।এদিন ডিভিশন বেঞ্চ নির্দেশ নামায় জানানো হয় কাঁথি সমবায় ব্যাংক নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর কে নির্দেশ একজন প্রতিনিধি নিয়োগ করতে হবে। ওই ওই রিজার্ভ ব্যাংকের প্রতিনিধি সমবায় ব্যাংকের সমস্ত কিছু পর্যালোচনা করবে। সমবায় ব্যাংকের কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা পরিকল্পনা নিতে হলে সমবায় ব্যাংকের সমস্ত কমিটি মেম্বারদের ওই প্রতিনিধিকে জানাতে হবে। প্রতিনিধির অনুমোদন ছাড়া কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না। সমবায় ব্যাংক এর পরবর্তী কমিটি ঠিক না হওয়া পর্যন্ত এই রায় বহাল থাকবে। নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি কৌশিক চন্দ ডিভিশন বেঞ্চের।
শুভেন্দু অধিকারী কে কাঁথি সমবায় ব্যাংক থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বা তার বিরুদ্ধে ওঠা তছরুপের অভিযোগকে সামনে রেখেই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলার প্রেক্ষিতে এই আদালত চূড়ান্ত রায় ঘোষণা করেন।