Date : 2024-03-29

ইউক্রেন রাশিয়া দ্বন্দ্ব চরমে

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : ইউক্রেন-রাশিয়ার দ্বন্দ্ব এবার চরমে। সৈন্যসামন্ত নিয়ে ইউক্রেনের উপর ঝাঁপাতে পুরোদমে প্রস্তুত রুশ সেনা। এর পরিপ্রেক্ষিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জরুরি বৈঠকে বসার আহ্বান জানাল ইউক্রেন সরকার। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা এই কথা জানিয়েছেন। এই পরিস্থিতিতে ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দের দেশে ফেরার পরামর্শ দিল দূতাবাস। মঙ্গলবার কিয়েভের ভারতীয় দূতাবাসের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, যেসব পড়ুয়ারা কিয়েভে রয়েছেন, তাঁরা খুব প্রয়োজনীয় কাজ ছাড়া অবিলম্বে দেশে ফিরে আসুক। আর যাঁরা এই মুহূর্তে ফিরতে পারছেন না, তাঁরা যেন দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখেন, সেই পরামর্শও দেওয়া হয়েছে বলে খবর।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজে নাগরিকদের ইউক্রেন থেকে ফেরানোর বার্তা দিয়েছেন। খালি করা হচ্ছে কিয়েভের মার্কিন দূতাবাসও।ইউক্রেনের সঙ্গে বিমান পরিষেবাও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু দেশ। তাৎপর্যপূর্ণভাবে, এরই মধ্যে একাধিক উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে ইউক্রেনকে তিন দিক দিয়ে ঘিরে ফেলেছে রুশ সেনা।অন্যদিকে, আমেরিকাও দাবি করেছে, যে কোনও মুহূর্তে ইউক্রেনে অতর্কিত হামলা চালাতে পারে রাশিয়া। ওয়াশিংটন এ কথাও পাশাপাশি জানিয়েছে, নেটো এলাকার প্রতিটি ইঞ্চি রক্ষার জন্য তারা অঙ্গীকারবদ্ধ।স্বাভাবিকভাবেই উত্তপ্ত রয়েছে পরিস্থিতি। ফের যুদ্ধের আশঙ্কায় রয়েছে বিশ্বের তাবড় নেতারা।একে করোনা তার ওপর যুদ্ধের আশঙ্কায় অর্থনৈতিক পরিস্থিতি তলানিতে ঠেকার আশঙ্কায় ভুগছে দেশ।আমেরিকা আগেই যুদ্ধের সরঞ্জাম সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা।তবে জেলেনস্কিও জানিয়েছে হামলা হলে তারাও তা প্রতিহত করতে প্রস্তুত।