Date : 2024-04-19

কোভিড নিয়ে সতর্কবার্তা হু-এর

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : এখনও বিশ্ব থেকে করোনা শেষ হয়নি। এর মধ্যেই কোভিড নিয়ে সতর্কবার্তা দিল হু। অতিমারিকে সঙ্গে নিয়েই আগামী দিনগুলি কাটাতে হবে বলে এরমধ্যেই ঘোষণা করেছে আমেরিকা, ইউরোপের মতো দেশগুলি। ইংল্যান্ড ইতিমধ্যেই কোভিড সংক্রান্ত বিধি নিষেধ তুলে নিয়েছে। মাস্ক পরা বাধ্যতামূলক নয় বলে জানানো হয়েছে। তবে এসব নিয়মকে উড়িয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আগামী দিনে হয়ত আরও বড় কোনও ভ্যারিয়েন্টের মুখোমুখি হতে হবে বিশ্বকে। কোভিডের বিরুদ্ধে লড়ার জন্য স্বাস্থ্যকর্মীদের তৈরি থাকতেও নির্দেশ দিয়েছে হু-এর প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন।

কোভিডের সঙ্গে রাজনীতির যোগেরও ব্যাখ্যা দিয়েছেন তিনি। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভোটব্যাঙ্ককে হাতিয়ার করে অনেক দেশই কোভিডের বিধি-নিষেধ শিথিল করে দিয়েছে। এখানেই সিঁদুরে মেঘ দেখছে হু। সংক্রমণকে ঠেকাতে চলতি বছরের শেষ পর্যন্ত সমস্ত দেশকেই করোনার বিধি-নিষেধ শিথিল না করার আবেদন জানিয়েছেন তিনি। কোভিড বিধি-নিষেধ শিথিল প্রসঙ্গে ইংল্যান্ডের রাস্তা ধরেই হাঁটছে আমেরিকা। সে দেশেও আগামী দু-মাসের মধ্যে কোভিড-বিধি তুলে নেওয়া হচ্ছে। মাস্ক পরার ক্ষেত্রেও কড়াকড়ি থাকছে না। তবে কিছু দেশে সংক্রমণের ছবিটা অন্যরকম। টিকাকরণের দিক থেকে পিছিয়ে রয়েছে আফ্রিকা। সূত্রের খবর, এখনও পর্যন্ত ৮০ শতাংশ মানুষই টিকার প্রথম ডোজ পাননি। অপরদিকে আমেরিকায় প্রতিষেধকের চতুর্থ ডোজ দেওয়া শুরু করার তোড়জোড় চলছে। সব মিলিয়ে অতিমারি নিয়ে আশঙ্কার কথাই শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।