Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • খোলা বাজারে মুড়িমুড়কির মতো অস্ত্র বিক্রি হচ্ছে। খড়্গপুরে চা-চক্রে দাবি দিলীপ ঘোষের।
  • ‘সঙ্কটে কান্ডারি’। বিদ্রোহী কবির জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর।
  • ‘পরশুরাম ২১ বার পৃথিবীকে জঙ্গি শূন্য করেছিলেন’। বিতর্কিত মন্তব্য হরিয়ানার বিজেপি নেতা রামবিলাস শর্মার। 
  • ‘অপারেশন সিঁদুর’-এর সমর্থনে ফেসবুকে পোস্ট।গৃহবধূকে ধর্ষণের হুমকি। ওড়িশা থেকে গ্রেফতার অভিযুক্ত।
  • সোমবার দু’দিনের গুজরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ৮২ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন ও জনসভা করবেন নরেন্দ্র মোদী। 
  • ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন কিলিয়ান এমবাপে। লা লিগায় শেষ ম্যাচে জোড়া গোলের জন্য গোল্ডেন বুট। 
  • সোমবারও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে  ভারি বৃষ্টির। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস।  
  • New Date 2025-5-26
  • New Time 05:04:49 AM
No Photo

20
February 2022

ব্রিটেনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃত বহু

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : বার ভয়ঙ্কর সাইক্লোন ব্রিটেনে। সম্প্রতি বিধ্বংসী বন্যা হয়ে গিয়েছে ব্রাজিলে। তার রেশ কাটতে না কাটতেই সাইক্লোন আছড় পড়েছে ব্রিটেনে। গাছপালা, বাড়ি-ঘর উপড়ে একেবারে লন্ডভন্ড অবস্থা দেখা দিয়েছে সেখানে। সূত্রের খবর অনুযায়ী এখনও অবধি ঝড়ে মারা গিয়েছেন দশজনেরও বেশি মানুষ। তবে এই সংখ্যাটি আরও বাড়তে পারে বলে অনুমান করছে সরকার। ভয়ঙ্কর সাইক্লোনে যান-চলাচল ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলেও জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের তীব্রতা ধরা পড়েছে। একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, প্রবল বেগে হাওয়া বইছে। হাওয়ার দাপট থেকে বাঁচতে ছুটছেন এক ব্যক্তি। সেইসঙ্গে দেখা যাচ্ছে একজন হাওয়ার বেগ সহ্য করতে না পেরে রাস্তাতেই পড়ে যাচ্ছেন। জানা গিয়েছে ঝড়ের দাপটে কয়েক হাজার মানুষ তাদের বাসস্থান ছাড়তে বাধ্য হয়েছেন।

অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছে একটি সেতুর ওপর হাওয়ার দাপটে এগোতে পারছেন না এক ব্যক্তি। ওই সেতুতেই দেখা গিয়েছে, একটি গাড়ি হাওয়ার দাপটে আটকে রয়েছে। জানা গিয়েছে এই ঝড়ের প্রভাব পড়েছে আশেপাশের কয়েকটি দেশেও। ওই দেশগুলির মধ্যে নাম রয়েছে নেদারল্যান্ড, বেলজিয়াম ও আয়ারল্যান্ডের। সূত্র মারফত জানা গিয়েছে নেদারল্যান্ডসের একটি জায়গায় গাছ চাপা পড়ে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। সবকটি দেশেই দুর্গতদের উদ্ধার করতে সাহায্যে এগিয়ে এসেছে প্রশাসন। পাশাপাশি সাইক্লোনে দিশাহারাদের অন্যত্র সরানোর ব্যবস্থাও করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। সরবরাহ করা হচ্ছে খাবার ও জল। সাইক্লোনের প্রভাব এসে পড়েছে লিভারপুল, কর্ণওয়ালের মতো এলাকায়। সেখানে দেখা গিয়েছে ঘূর্ণিঝড়ের দাপটে রাস্তাতেই থমকে রয়েছে যান-বাহন ও লোকজন। সব মিলিয়ে এই সাইক্লোনের ধাক্কা কতদিনে ওইসব অঞ্চলের মানুষ সামলে উঠতে পারবেন সেটাই এখন দেখার।

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics