Date : 2024-03-28

করোনার দৈনিক সংক্রমন অনেকটাই কম। প্রায় ২ বছর পর স্কুলমুখী পড়ুয়ারা

ওয়েব ডেস্ক : গত ২৪ ঘন্টায় ফের অনেকটাই কমেছে ওমিক্রনের দাপট। তৃতীয় ঢেউ প্রায় শেষের পথে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। বেশ কয়েকমাসের অপেক্ষার পর স্কুলমুখী পড়ুয়ারা। ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে চলেছে গোটা ভারত। মহামারি কেড়ে নিয়েছে অনেক কিছু তবে এই সময় ফের সতর্ক থাকার বার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ দৈনিক মৃত্যুর সংখ্যা ভয় ধরাচ্ছে বিশেষজ্ঞ মহলে।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রকের দেওয়া তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬১৫ জন। এই সংখ্যাটা মঙ্গলবারের তুলনায় ১১ শতাংশ কম। তবে এক লাফে অনেকটাই কমেছে অ্যাকটিভ কেসের সংখ্যা। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৭০ হাজার ২৪০ জন। দেশে করোনাতে পজিটিভ রেটের সংখ্যা ২.৪৫ শতাংশ। ধীরে ধীরে ক্রমশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আসায় শিথিল হয়েছে বিধি নিষেধ। প্রায় ২ বছর পর খুলেছে স্কুল কলেজ। আজ থেকে খুদে পড়ুয়াদের জন্যও স্কুল কলেজ খোলা হয়েছে।

বিধিনিষেধ শিথিল ও টিকাকরণে জোর দিলেও এখনও চিন্তা বাড়াচ্ছে দেশে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৫১৪ জন। এই সংখ্যাটা মঙ্গলবারের তুলনায় কিছুটা বেশি। এখনও পর্যন্ত দেশে মোট করোনায় বলি হয়েছেন ৫ লক্ষ ৯ হাজার ৮৭২ জন।

পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত দেশে মোট করোনা মুক্ত হয়েছেন ৪ কোটি ১৮ লক্ষ ৪৩ হাজার ৪৪৬ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন ৮২ হাজার ৯৮৮ জন। দেশে সুস্থতার হাত ৯৭.৯৪ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্য়ান মন্ত্রকের দেওয়া তথ্য অনুয়ায়ী জানা যাচ্ছে এখনো পর্যন্ত দেশে করোনার মোট টীকা পেয়েছেন ১৭২৩.৮৬ কোটি লোক।