পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : করোনা অতিমারি কাটিয়ে স্বাভাবিক হচ্ছে মানুষের জনজীবন। প্রথমে ব্রিটেন এবার ডেনমার্ক বিধিনিষেধ শেষ করার পথে হাঁটছে। করোনা নয়ে ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ সে দেশে। স্বভাবতই প্রশ্ন উঠছে এত দ্রুত বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত কেন।বিশ্বের সবচেয়ে সফল টিকাকরণ হয়েছে এমন দেশগুলির তালিকায় উপরের দিকে রয়েছে ডেনমার্ক। ড্যানিশ বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের সংখ্যা প্রচুর হলেও হাসপাতালে ভর্তি হচ্ছেন তার মধ্যে হাতে গোনা কয়েক জন। তাই অথযা বিধিনিষেধ আরোপ করে জনজীবনকে ব্যতিব্যস্ত করার কোনও অর্থ খুঁজে পাচ্ছেন না তারা।
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন ড্যানিশ রেডিয়োকে বলেছেন, এখনই আমরা বিধিনিষেধকে একেবারে বিদায় জানাতে পারব তা বলা যাবে না। আমরা এটাও জানি না যে আগামী দিনে করোনার নতুন কোনও রূপ আবির্ভূত হবে কি না। কিন্তু জানাতেই পারি আপাতত বিদায় । ৫৮ লক্ষ জনসংখ্যার দেশ ডেনমার্কে সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে দৈনিক ৫০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছিলেন। কিন্তু হাসপাতালে ভর্তির হার অত্যন্ত কম।আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসেও লকডাউন শিথিল করার প্রক্রিয়া আরম্ভ হয়েছে। দৈনিক বিপুল মানুষ আক্রান্ত হচ্ছেন ফ্রান্সে। তবুও সে দেশে বেশ কিছু বিধিনিষেধ শিথিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে করোনা যেভাবে প্রতিনিয়ত তার ভোল বদল করছে তাতে চিন্তা বাড়াচ্ছে চিকিতসকদের। নতুন করে নতুন কোনো ভ্যারিয়েন্ট না এলে হয়তো তাড়াতাড়ি এই অতিমারি পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক হবে জনজীবন।