Date : 2024-04-27

প্রেম দিবসে ডুডলে রঙিন গেম শো

নাজিয়া রহমান, রিপোর্টার : ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবস। অর্থাৎ ভালোবাসার দিন। সেই দিনটি এক অন্যভাবে সেলিব্রেট করল গুগল ডুডল। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ মাধ্যম এটি। আর প্রেম দিবসে ইউজারদের মন কাড়তে সার্চ পেজে এক অনন্য গেম শোর আয়োজন করেছে গুগল। গুগলের হোম পেজে গেলেই দেখতে পাওয়া যাবে ডুডলে এক জোড়া লাভ বার্ড। যারা একে অপরকে প্রেম নিবেদন করছে। কিন্তু হঠাৎ তারা বিচ্ছিন্ন হয়ে যায়। ডুডলের দুই প্রান্তে দাঁড়িয়ে পড়ে। আর গুগলের লোগোটিই তাদের মাঝে বাধা হয়ে দাঁড়ায়। ইউজারদের কাজ হবে সেই বাধা পেরিয়ে একে অপরকে মিলিয়ে দেওয়া। ভালোবাসার দিনে প্রমিক প্রানী যুগলের দূরত্ব দূর করে মিলিয়ে দেওয়ায় এই গেমের মূল লক্ষ্য।

এবার যেনে নেওয়া যাক কি ভাবে খেলা যাবে এই ইন্টারেস্টিং গেমটি। এটা দেখতে যতটা জটিল মনে হবে, খেলা কিন্তু বেশ সহজ। গেমটি ওপেন করার পর ইউজার লোগোর নিচে দেখতে পাবেন বেশ কয়েকটি লাইন ও চিহ্ন। যেগুলি এই গেমটি খেলতে সাহায্য করবে। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে গুগলের লোগোটির কিছু অংশ মিশিং আছে। লোগোর নিচে দেওয়া লাইন ও চিহ্ন গুলি দিয়ে লোগোটিকে অ্যডজাস্ট করতে হবে। যার ফলে গুগলের লোগোটি পাইপের আকার ধারন করবে। যার মাধ্যমে লাভ বার্ড দুটি আবার এক হয়ে যাবে। প্রেমের পথে আসে নানা বাধা, প্রমিক যুগলকে সম্মুখীন হতে হয় নানা প্রতিকুলতার। দূরত্ব মেটাতে প্রমিক যুগলকে অতিক্রম করতে হয় কঠিন পথ। ডুডলে এই গেমের মাধ্যমে সেই চড়াই-উতরাইকে দেখানো হয়েছে। যে কোনো বিশেষ দিনে এভাবে রঙিন সাজে সেজে ওঠে ডুডল। প্রেম দিবসেও গেমের মাধ্যমে এক রঙিন সাজে সেজে উঠেছে ডুডল।